চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ১৬ নভেম্বর যে বার্ড-ফ্লু রোগে মানুষের আক্রান্ত হবার বর প্রকাশ করেছে, সে প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীন কার্যালয়ের মূখপাত্র রয় ওয়াডিয়া বলেছেন, চীন সরকার হুনান ও অন্য জায়গায় দেখা দেয়া বার্ড-ফ্লুর প্রাদুর্ভার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তথ্য মাধ্যমকে জানিয়েছে। সংস্থা ও চীন সরকার পারস্পরিক যোগাযোগ বজায় রেখেছে।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ১৬ নভেম্বর রাত ১০টায় জানিয়েছে যে, সম্প্রতি চীনের হুনান ও আনহু্ই প্রদেশে এইচ.১.এন.৫ বার্ড-ফ্লু রোগী আবিস্কৃত হয়েছে। ওয়াডিয়া বলেছেন, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো চীনেও বার্ড-ফ্লু রোগী আবিস্কৃত হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য কোনো অবাক ব্যাপার নয়।
ওয়াডিয়া বলেছেন, চীনের সরকার বার্ড-ফ্লু প্রতিরোধ করার জন্য যে কঠোর ব্যবস্থা নিয়েছে, তা সম্প্রতিক বিবৃতি ও তত্পরতা থেকে প্রমাণিত হয়েছে।
|