চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১৭ নভেম্বর পেইচিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন , পাকিস্তান সরকারের আমন্ত্রণে চীনের উপ পররাষ্ট্র মন্ত্রী উ তা উই'র নেতৃত্বাধীন চীন সরকারের প্রতিধিনিদল ১৯ তারিখে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য পাকিস্তানের ভূ-কম্পাত্তর পূণর্গঠন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবে । চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় , বাণিজ্য মন্ত্রণালয় ও ভূ-কম্প ব্যুরো ইত্যাদি বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে এই দল গঠিত হয়েছে ।
লিউ চিয়ান ছাও বলেছেন , চীন সরকার পাকিস্তানের পূণর্গঠনের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় । চীন যে জরুরী সাহায্য দিয়েছে , তার ভিত্তিতে অব্যাহতভাবে বাস্তব ব্যবস্থা গ্রহণ সমর্থন করবে । চীন আশা এবং বিশ্বাস করে , আন্তর্জাতিক সমাজও সক্রিয়ভাবে পাকিস্তানের সরকার ও জনগণকে সাহায্য দেবে ।
|