দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মো হিউনের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ১৬ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রীয় সফর করেছেন । দুপক্ষ যুক্ত ইস্তাহার প্রকাশ করেছে । ১৭ নভেম্বর প্রেসিডেন্ট হু চিনথাও দক্ষিণ কোরিয়ার সংসদে বক্তৃতা দিয়েছেন ।
যুক্ত ইস্তাহারটিতে দুপক্ষ রাজী হয়েছে যে , দুপক্ষঅব্যাহতভাবে আঞ্চলিক শান্তি ও অভিন্ন সমৃদ্ধির জন্যে সহযোগিতা চালাবে । দুপক্ষ স্থির করেছে যে , দুপক্ষঅব্যাহতভাবে উচ্চ পর্যায়ের সফর বিনিময় বজায় রাখবে এবং রাজনৈতিক , আর্থ-বানিজ্যিক আর গুণমান পরিক্ষার ক্ষেত্রে সহযোগিতা ও আদানপ্রদান জোরদার করবে । দক্ষিণ কোরিয়া চীনের বাজার-অর্থনীতির অবস্থানকেস্বীকৃতি দেয়ার কথা ঘোষণা করেছে এবং এক চীন নীতিতে অটল থাকার কথা আবার ঘোষণা করেছে ।
একই দিন দক্ষিণ কোরিয়ার সংসদে বক্তৃতা দেয়ার সময়ে হু চিনথাও দুদেশের কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার ১৩ বছরে দুদেশের সম্পর্কের অগ্রগতির ভূয়সী প্রসংশা করেছেন এবং দুদেশের সম্পর্ককে আরও জোরদার করা সম্পর্কে বিস্তারিত প্রস্তাব পেশ করেছেন । বক্তৃতা দেয়ার আগে হু চিনথাও দক্ষিণ কোরিয়ার সংসদের স্পীকার কিম ওয়েনকি এবং সংসদের বিভিন্ন দল ও বিশেষ কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত করেছেন ।
একই দিন সন্ধ্যায় হু চিনথাওয়ের বুশানে পৌঁছে আসন্ন এপেকের ত্রয়োদশঅনানুষ্ঠানিকশীর্ষ সম্মেলনে অংশ নেবার কথা ।
|