লেবাননে সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব ইব্রাহিম গামবারি ১৬ নভেম্বর বলেছেন, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যার ঘটনা সম্পর্কে সিরিয়ার কোনো সাড়া পাওযা যায়নি। একই দিনে সিরিয়া আবার জাতিসংঘের তদন্ত কমিশনের সঙ্গে যথাসাধ্য সহযোগিতা চালানোর কথা ঘোষণা করেছে।
একই দিনে গামবারি লেবাননের প্রধানমন্ত্রী ফোয়াদ সিনিওরার সঙ্গে যৌথভাবে আয়োজিত তথ্য-জ্ঞাপন সভায় গামবারি বলেছেন, সিরিয়ার উত্তর দেয়া উচিত, যাতে জাতিসংঘ সিরিয়া ও দেতলেভ মেলিসকে সমস্যাটি মোকাবেলার জন্যে সময় দিতে পারে। আন্তর্জাতিক তদন্ত কমিশনের সঙ্গে সহযোগিতা চালানো ছাড়া সিরিয়ার অন্য কোনো উপায় নেই।
|