মিসরের সর্বোচ্চ সংসদ নির্বাচন কমিশন ১৬ নভেম্বর সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে ।সংসদের ১৬৪টি আসনে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিকপার্টি প্রথম স্থান অধিকার করেছে ।
মিসরের সর্বোচ্চ নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন পার্টি১৬৪টি আসনের মধ্যে ৪১.৫ শতাংশ অর্থাত ৬৮টি আসন পেয়েছে । মুসলীম ব্রাদারহুড ৩৪টি আসন পেয়েছে । ২০০০ সালের নির্বাচনে মুসলীম ব্রাদারহুড মাত্র ১৭টি আসন পেয়েছিল ।
উল্লেখ্য যে , মিসরের গণ সংসদে মোট ৪৫৪টি আসন আছে , এর মধ্যে বেশী ভাগ আসন ভোটারদের দ্বারা নির্বাচিত হয় । নির্বাচনটি ৫ বছরে এক বার করে অনুষ্ঠিত হয় ।
|