চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ১০দিন ব্যাপী সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা নিরাপত্তা ফোরাম ১৬ নভেম্বর পেইচিংয়ে সমাপ্ত হয়েছে।
এবারকার ফোরামের প্রসঙ্গ হল "চীনের শান্তিপূর্ণ উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা"। ফোরামে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং সন্ত্রাস দমন সহযোগিতা,সাংহাই সহযোগিতা সংস্থার ভূমিকা এবং ভবিষ্যত্ ইত্যাদি প্রধান ও তপ্ত আন্তর্জাতিক প্রশ্ন নিয়ে ব্যাপক ও গভীরভাবে আলোচনা ও আদান-প্রদান করেছেন।
চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈদেশিক বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক ছিয়েন লিহুয়া সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, চীন সাংহাই সহযোগিতা সংস্থার বিভিন্ন সদস্য দেশের সঙ্গে অব্যাহতভাবে সাংহাই সহযোগিতা সংস্থার আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা গভীর পর্যায়ে ও সঠিক দিকে এগিয়ে নেবে, বিশ্বের শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্যে প্রয়াস করবে।
সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশ কাজাখস্তান, চীন, কির্গিজস্তান, রাশিয়া, তাজিকস্তান, উজবেকিস্তান ও পর্যবেক্ষক দেশ মঙ্গোলিয়া, পাকিস্তান, ইরান, ভারত ইত্যাদি দেশের ২৬জন উচ্চ ও মধ্য পর্যায় সামরিক কর্মকর্তারা এবারকার ফোরামে অংশ নিয়েছেন।
|