ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস ১৬ নভেম্বর তিউনিসিয়ায় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী সিলভান শালোমের সঙ্গে বৈঠককালে ইসরাইলের প্রতি শান্তিপূর্ণ পদ্ধতিতে আবার আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন।
তিনি ও শালোম তথ্য সমাজের বিশ্ব শীর্ষ সম্মেলনের তিউনিসিয়া ধাপের সম্মেলনকালে বৈঠক অনুষ্ঠান করেছেন, এটা গত কয়েক মাসে দু'পক্ষের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।
বৈঠকে শালোম হামাস আগামী জানয়ারী মাসে অনুষ্ঠিতব্য ফিলিস্তিনের বিধান সভার নির্বাচনে হামাসের যোগদানে ক্ষোভ প্রকাশ করেছেন। আব্বাস বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের মৌলবাদী সংস্থার সশস্ত্র শক্তিকে নিরস্ত্র করলে ফিলিস্তিনে গৃহযুদ্ধ বাঁধবে।
|