v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-17 15:38:54    
২০ নভেম্বর

cri
** বৃটেনের "ক্ষুদ্র অবাধ বাণিজ্য অঞ্চল" আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত

 ১৯৫৯ সালের ২০ নভেম্বর যুক্তরাজ্যের নেতৃতাধীন "ক্ষুদ্র অবাধ বাণিজ্য অঞ্চলের সাতটি সদস্য দেশ অর্থাত্ যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, সুইডেন, নরওয়ে, সুইজার্ল্যান্ড এবং পর্তুগাল সুইডেনের রাজধানী স্টকহোমে মন্ত্রীপর্যায়ের সম্মেলন আয়োজন করে। দু'দিনের দর কষাকষির পর অস্থায়ীভাবে "ইউরোপীয় অবাধ বাণিজ্য ইউনিয়ন" চুক্তি স্বাক্ষরিত হয়। তা দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে যে, পশ্চিম ইউরোপের পুঁজিবাদী দেশগুলোর দুটি পরষ্পর-বিরোধী অর্থনৈতিক গোষ্ঠী অর্থাত্ "ইউরোপীয় অবাধ বাণিজ্য ইউনিয়ন এবং সাধারণ মার্কেট বিচ্ছিন্ন হয়েছে।

 সম্মেলনের শেষে "সাত রাষ্ট্র গোষ্ঠীর" প্রকাশিত ইস্তাহারে বলা হয়েছে, এই চুক্তি অনুযায়ী, ইউনিয়নের সদস্য রাষ্টের মধ্যে দশ বছর অথবা আরো অল্প সময়ের মধ্যে সদস্য রাষ্ট্রের শিল্পজাত পণ্যের শুল্ক এবং অন্যান্য বাণিজ্য বাধা বাতিল হবে। চুক্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ইউনিয়নের বিভিন্ন সদস্য দেশের স্বাধীনভাবে নিজের বৈদেশিক শুল্ক ধার্য করার অধিকার আছে।

** চীনের নারী ভলিবল দল আরেক বার বিশ্ব কাপ প্রতিযোগিতার চ্যাম্পিয়ণ

 ১৯৮৫ সালের ২০শে নভেম্বর , চীনের নারী ভলিবল দলের দলনেত্রী লাং পিং আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের চেয়ারম্যান আসকোতার হাত থেকে কেবল ১২ দিন আগে ফেরত দেয়া বিশ্ব কাপ প্রতিযোগিতার চ্যাম্পিয়নশীপ কাপ আবার সম্মানে গ্রহণ করেছেন । চীনের নারী ভলিবল দল বিশ্ব ভলিবলের ইতিহাসে প্রথম একটানা চার বার বিশ্বের গুরুত্বপুর্ণ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নারী ভলিবল দলে পরিণত হয়েছে ।

 সে বারের প্রতিযোগিতায় চীন দল সাতটি খেলার সবক'টাতেই বিজয়ের সুফল দিয়ে আরেক বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ।

 ১৯৮৫ সালের বিশ্ব কাপ নারী ভলিবল প্রতিযোগিতায় কিউবা দল রানার্স-আপ হয়েছে, সোভিয়েট ইউনিয়ন দল তৃতীয় হয়েছে , জাপান দল চতুর্থ হয়েছে ।

** সাফল্যের সঙ্গে প্রথম কৃত্রিম হৃতপিন্ড পূনঃসংযোজনের অস্ত্রোপচার

 ১৯৯৫ সালের নভেম্বর মাসে এক জন অবসরপ্রাপ্ত চলচ্চিত্র প্রোডাকশান ম্যানেজার বিশ্বের প্রথম কৃত্রিম হৃতপিন্ড পূনঃসংযোজনের অস্ত্রোপচার গ্রহণকারী রোগী হয়েছেন । অস্ত্রোপচার অক্সফোর্ডে করা হয়েছে। এই জটিল শৈল্য চিকিত্সার সফলতা হাজার হাজার হার্ট-ট্রান্সপ্লান্টের জন্যে অপেক্ষমান রোগীর জন্য আশা বয়ে এনেছে ।

 কুদ্মান নামে এই রোগীর তখনকার বয়স ৬৪ বছর , ২৫ জন স্বেচ্ছাসেবক রোগীর মধ্যে তাঁকে নির্বাচন করা হয়। খবরে জানা গেছে , অস্ত্রোপচার চলাকালে তিনি সর্বদাই স্থিরমস্তিষ্ক ছিলেন , এবং পরের দিনই তিনি বিছানায় বসতে পেরোছিলেন।

 ডাক্তাররা আশাভরে অনুমান করেন যে , এই রোগীর অপেক্ষাকৃত বেশি সময় বেঁচে থাকার সম্ভাবনা আছে ।

** ১৬-রাষ্ট্র আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন উত্ক্ষেপণ

 ১৯৯৮ সালের ২০ নভেম্বর যুক্তরাষ্ট্র, রাশিয়া, ক্যানাডা, জাপান এবং ইউরোপীয় মহাকাশযান ব্যুরোর ১২টি সদস্য দেশ নিয়ে গঠিত ১৬ রাষ্ট্র আন্তর্জাতিক মহাশূন্য স্টেশনের প্রথম দফা উতক্ষেপন সাফল্যমন্ডিত হয়েছে। এটি হচ্ছে মানবজাতি শান্তিপূর্ণ উপায়ে মহাশূন্য ব্যবহারের আরম্ভ । মহাশূন্য স্টেশন হচ্ছে মানবজাতির ইতিহাসে সবচেয়ে বিরাটাকার এবং সবচেয়ে উন্নত মানের মানুষবাহী মহাকাশযান। এর প্রাক্কলিত ব্যয় ৪০ বিলিয়ন মার্কিন ডলার ।

 সেবারকার উত্ক্ষেপণ থেকে প্রতিপন্ন হয়েছে যে, মহাশূন্যে মানবজাতির সবচেয়ে বিরাটাকারের বৈজ্ঞানিক সহযোগিতামূলক প্রকল্প বাস্তবে রূপ দেওয়ার পর্যায়ে প্রবেশ করেছে। মানবজাতি মহাশূন্য অনুসন্ধানের পথে আরেকটি বড় পদক্ষেপ এগিয়েছে।