v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-17 15:23:31    
১৯ নভেম্বর

cri
** নবম এশিয় গেমসের উদ্বোধন

 ১৯৮২ সালের ১৯শে নভেম্বর , নবম এশিয় গেমস নয়াদিল্লীর নব নির্মিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মহাসমারোহে উদ্বোধন হয়েছে ।

 ৩২টি দেশ থেকে আসা খেলোয়াড়রা হিন্দি ভাষার বর্ণমালার ক্রমানুসারে স্টেডিয়ামে প্রবেশ করেন । দশম প্রবেশকারী দল হলো চীনের প্রতিনিধি দল, চীনের খেলোয়াড়রা দর্শকদের আন্তরিক স্বাগত পেয়েছে । ৫০০ সদস্যের ভারতীয় ক্রীড়া প্রতিনিধি দল সবশেষে প্রবেশ করে ।

 সেবারের এশিয় গেমসে চীনের খেলোয়াড়রা মোট ৬১টি স্বর্ণপদক , ৫১টি রৌপ্যপদক এবং ৪১টি ব্রোঞ্জপদক পেয়ে স্বর্ণপদকের সংখ্যার দিক থেকে আগেকার এশিয় গেমসের শীর্ষ দল জাপান দলকে ছাড়িয়ে প্রথম বার শীর্ষ স্থান অধিকার করেছে । চীনের খেলোয়াড় চু চিয়াং হোয়াং সে বারকার এশিয় গেমসের একমাত্র শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ।

 এশিয়ার ৩৩টি দেশ আর অঞ্চল থেকে আসা ৩৩০০ জনেরও বেশি খেলোয়াড় সেবারকার গেমসের ২২টি বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন , এবং মোট ১৯৯টি স্বর্ণপদক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন । প্রতিযোগিতায় ১৬টি দল স্বর্ণপদক অর্জন করেছে , ২৩টি দল পদক অর্জন করেছে। পদক অর্জনকারী দলের সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে ।

** চীনের প্রথম দক্ষিণ মেরু পর্যবেক্ষণ দলের যাত্রা শুরু

 ১৯৮৪ সালের ১৯ নভেম্বর চীনের দক্ষিণ মেরু পর্যবেক্ষণ কমিটির পাঠানো প্রথম দক্ষিণ মেরু পর্যবেক্ষণ দল শাংহাই থেকে "সিয়াংইয়াংহো ১০ নং" জাহাজে রওনা হয়। তারা দক্ষিণ মেরু অঞ্চল এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গিয়ে সার্বিক বৈজ্ঞানিক পর্যবেক্ষণ শুরু করেন।

 এই পর্যবেক্ষণ দল চীনের ৬০টিরও বেশি ইউনিট থেকে আসা ৫১৯ সদস্য নিয়ে গঠিত। তারা বিশাধিক দিন সমুদ্র পথে ভ্রমণ করার পর ২৬ ডিসেম্বর দক্ষিণ মেরু অঞ্চলে পৌঁছেন। ১৯৮৫ সালের ২৫ ফেব্রুয়ারী চীনের দক্ষিণ মেরু মহা-প্রাচীর স্টেশন প্রতিষ্ঠিত হয়। চীন দক্ষিণ মেরু অঞ্চলে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ স্টেশন প্রতিষ্ঠার ১৮তম দেশে পরিণত হয়।

** মার্কিন-সোভিয়েত শীর্ষ নেতাদের প্রথম বৈঠক সমাপ্ত

 ১৯৮৫ সালের ১৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রীগ্যান এবং সোভিয়েত ইউনিয়নের নেতা মিহাইল গর্বাচফ জেনিভার উপকন্ঠে এক ঘন্টা গোপন বৈঠক করেন। ২১ নভেম্বর জেনিভায় দু'দেশের শীর্ষ নেতাদের বৈঠকের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ শুলজ এবং সোভিয়েট পররাষ্ট্রমন্ত্রী শেভার্নাডজে দু'পক্ষের যুক্ত বিবৃতিতে স্বাক্ষর করেন।

 যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, দু'পক্ষ যুক্তরাষ্ট্র ও সোভিয়েট ইউনিয়নের সম্পর্ক সংক্রান্ত মৌলিক সমস্যা এবং চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কিছু মূল সমস্যায় তখনো গুরুতর মতভেদ ছিল। দু'দেশের নেতারা "বিভিন্ন স্তরের আলাপ-আলোচনার স্বাভাবিকীকরণ আরো জোরদার করতে রাজি হয়েছেন।

** যুক্তরাষ্ট্রেরতারকা যুদ্ধের নতুন পরিকল্পনা উত্থাপিত

 ১৯৯১ সালের ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় কংগ্রেসের সেনেট এবং প্রতিনিধি পরিষদ আলোচনার পর প্রাথমিকভাবে "তারকা যুদ্ধের" নতুন পরিকল্পনা অনুমোদন করেছে। এই নতুন পরিকল্পনার প্রধান বিষয় হচ্ছে ২৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ দিয়ে ৯০'র দশকে স্থল থেকে আকাশগামী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সুবিন্যস্ত করা, যাতে যুক্তরাষ্ট্র সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের আক্রমণ প্রতিহত করতে পারে।

 এই পরিকল্পনা অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রের রণনৈতিক প্রতিরক্ষা পরিকল্পনা অর্থাত্ "তারকা যুদ্ধ" পরিকল্পনা গবেষণা পর্যায় থেকে বাস্তব কার্যকরী পর্যায়ে প্রবেশ করে।