v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-17 10:04:45    
১৭ নভেম্বর

cri
    **১৭ নভেম্বর ব্রিটেনের মার্শাল মনট্গোমারীর জন্ম

    মনট্গোমারী হলেন ব্রিটেনের মার্শাল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যৌথবাহিনীর কম্যান্ডার । ১৮৮৭ সালের ১৭ নভেম্বর তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন । ১৯০৮ সালে ম্যান্ড রয়্যাল সামরিক ইনস্টিডিউট থেকে ডিগ্রী পান ।

    প্রথম বিশ্বযুদ্ধকালে তিনি ফ্রান্স আর বেলজিয়ামের যুদ্ধক্ষেত্রে যোগদান করেন । দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার পর তিনি তৃতীয় বাহিনী নেতৃত্ব করে ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে যান । স্বদেশে ফিরে আসার পর তিনি বৃটেনের দক্ষিণপূর্বাঞ্চলের বাহিনীর কম্যান্ডার হন । ১৯৪০ সালের জুলাই মাসে তিনি পঞ্চম কোরের সেনাপতি হন ।

    ১৯৪২ সালের আগস্ট মাসে মনট্গমারী উত্তর আফ্রিকায় গিয়ে অষ্টম কোরেরর কম্যান্ডার হন । ১৯৪২ সালের ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত, তাঁর নেতৃত্বাধীন অষ্টম কোর আলামান যুদ্ধক্ষেত্রে জার্মানী ও ইটালির বাহিনীর সঙ্গে লড়াই করে ,ফলে "মরুভূমির খেঁকশিয়াল "--রোম্মেল জয় করে ।

    ১৯৪৪ সালের জুন মাসে মনট্গোমারী এইসেনহাওয়ারকে সাহায্য করে যৌথ বাহিনী নর্মান্দীতে পৌঁছে । ১ সেপ্টেম্বর তিনি মার্শাল হন । ১৯৪৬ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত তিনি ব্রিটেনের চীফ অফ দ্য আর্মী স্টাফের দায়িত্ব পালন করেন । ১৯৫৮ সালে মনট্গোমারী তাঁর ৫০ বছরব্যাপী সামরিক জীবন শেষ করে অবসর গ্রহণকরেন । বৃটেনের ইতিহাসে তাঁর সামরিক জীবন সবচেয়ে দীর্ঘ ।

    ১৯৬০ আর ১৯৬১ সালে তিনি দু'বার চীন সফর করেন । ১৯৭৬ সালের ২৫ মার্চ তিনি মৃত্যুবরণ করেন ।

    **যুক্তরাষ্ট্র সোভিয়েট ইউনিয়নকে স্বীকৃতি দেয়

    ১৯৩৩ সালের ১৭ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট রুসভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েট ইউনিয়ন সরকারকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়ার কথা ঘোষণা করেন । রুসভেল্ট আর সোভিয়েট ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম লিটভিনোভ ব্যাপক বৈঠকের পর দু'দেশের সম্পর্ক বেশী উন্নত হয় । রুসভেল্ট সংবাদদাতাদের বলেছেন যে : " আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্র আর সোভিয়েট ইউনিয়নের জনগণ চিরকাল স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে, দু'দেশ পারস্পরিক স্বার্থ আর বিশ্বের শান্তি সুরক্ষা করার জন্যে সহযোগিতা করবে ।"

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হল সোভিয়েট ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ । যদিও ১৯৩৩ সালে আন্তর্জাতিক ব্যাপর দু'দেশের ভুমিকা খুব গুরুত্বপূর্ণ নয় ,কিন্তু দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে দু'দেশের পদমর্যাদা ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয় ।

    **মেয়েদের হাই জ্যাম্পে চীনের প্রথম বিশ্ব রেকর্ড ১৯৫৭ সালের ১৭ই নভেম্বর চীনের ক্রীড়াবিদ জেন ফেং রং পেইচিংয়ে এক দশমিক সাত সাত মিটার উচ্চতা অতিক্রম করে মেয়েদের হাই জ্যাম্পে বিশ্ব রেকর্ড ভংগ করেন । তিনিই চীনের প্রথম ক্রীড়াবিদ যিনি দৌঁড় ঝাঁপ নিক্ষেপ দফায় বিশ্ব রেকর্ড সৃষ্টি করলেন । বিশ্ব অপেশাদার দৌড় ঝাপ নিক্ষেপ ফেডারেশন ১৯৫৮ সালের ১৪ই জানুয়ারী লন্ডনে এই নতুন বিশ্ব রেকর্ডকে স্বীকৃতি দেবার সিদ্ধান্ত ঘোষনা   করে ।

    **চীনের এন এস ১০০০ কম্পিউটার

    ১৯৮৯ সালের ১৭ই নভেম্বর পেইচিংয়ের সিন তং গোষ্ঠি ও পেইচিং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগ যৌথভাবে কম্পিউটার পরিবারের একটি নতুন সদস্য-- এন এস ১০০০ কম্পিউটার তৈরী করে। এই কম্পিউটার আকারে ছোটো, কিন্তু তার আছে বৃহদায়তন কম্পিউটারের গননার গতি ও আংশিক ক্ষমতা এবং তা ক্ষুদে কম্পিউটারের মত সস্তা । এই কম্পিউটার পেট্রলিয়াম ,ভুতাত্ত্বিক অনুসন্ধান,বিমান পরিবহন,মহাকাশ অভিযান বৈজ্ঞানিক গবেষনা , গনিত বিদ্যা , প্রকৌশলগত প্রকল্প ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যায় ।