১৬ নভেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় উল্লেখ করা হয়েছে যে , হাঁসমুর্গী পালনের কাজ সমর্থন করার জন্যে ধারাবাহিক ব্যবস্থা নেয়া হবে ।
অব্যাহতভাবে হাঁসমুর্গীগুলোকেটীকা দেয়া এবং বার্ডফ্লুগ্রস্ত এলাকার মেরে ফেলা হাঁসমুর্গীর জন্যেক্ষতিপূরণ দেয়া , প্রজননক্ষম হাঁসমুর্গীর প্রজননেরশক্তি ও হাঁসমুর্গীর প্রজাতি-সম্পদ রক্ষাকরা , ঋণ ও কর আদায়ের ব্যাপারে কৃষক পরিবার ও সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের সুবিধা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মীদের জীবনযাত্রানিশ্চিত করা এ সব ব্যবস্থার অন্তর্ভূক্ত।
সভাটিতে " গুরুতর প্রাণীজ সংক্রামক রোগ মোকাবেলা করার খসড়া প্রস্তাবওগৃহিত হয়েছে ।
|