মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডলিজ্জা রাইস ১৬ নভেম্বর বিকালে দক্ষিণ কোরিয়ার বুসানে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী বান কিমুনের সঙ্গে বৈঠক করেছেন । দু'পক্ষ প্রধানত দু'দেশের শীর্ষ বৈঠক , দক্ষিণ কোরিয়-যুক্তরাষ্ট্র জোট এবং কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে পরামর্শ করেছেন ।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন , তাঁরা অনুষ্ঠিতব্য দু'দেশের শীর্ষ বৈঠক নিয়ে পরামর্শ করেছেন । দু'পক্ষ দক্ষিণ কোরিয়-যুক্তরাষ্ট্র জোট আরও জোরদারে রাজিও হয়েছেন । কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সম্পর্কে রাইস ও বান কিমুন মনে করেন , ছ'পক্ষীয় বৈঠক এই সমস্যার সমাধানের জন্য সহায়ক , এবং তাঁরা ছ'পক্ষীয় বৈঠক ত্বরান্বিত করার ইচ্ছা প্রকাশ করেছেন ।
|