মিসরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত উ শি খে আরব লীগে চীনের প্রতিনিধি নিযুক্ত হয়েছেন ।১৫ নভেম্বর তিনি আরব লীগের মহাসচিব মুসার কাছে চীনা পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিংয়ের স্বাক্ষর সম্বলিত তাঁর নিয়োগপত্র দাখিল করেছেন ।
মুসার সঙ্গে সাক্ষাতের পর উ শি খে সাংবাদিকদের জানিয়েছেন ,এটা চীন- আরব সম্পর্কের ইতিহাসে একটি বিরাট ঘটনা । চীন যে চীন -আরব সম্পর্ক এবং আরব লীগকে গুরুত্ব দেয় এটাই তার পরিচায়ক । তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নতির জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালাবেন ।
সাক্ষাত্কালে মুসা উ শি খেকে আন্তরিক সম্বর্ধনা জানিয়ে বলেছেন , আরব লীগের ইতিহাসে এটিএকটি শুভসূচনা।
উল্লেখ করা যেতে পারে যে , আরব লীগের সদস্যদেশ ছাড়া আরব লীগে শুধু চীন ও রাশিয়ার প্রতিনিধি নিযুক্ত হয়েছেন ।
|