চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মন্ত্রী হো কোছিয়াং সম্প্রতি পেইচিংয়ে এক অধিবেশনে বলেছেন , সংখ্যালঘূজাতির ক্যাডারের উত্স সম্প্রসারিত করতে হবে এবং সংখ্যালঘূজাতির আরও বেশী সেরা ক্যাডারকে বিভিন্ন স্তরের নেতৃস্থানে বাছাই করতে হবে ।
চীনে মোট ৫৫টি সংখ্যালঘূজাতি আছে , এগুলোর লোকসংখ্যা সারা দেশের মোট লোকসংখ্যার ৮ শতাংশ । এখন গোটা দেশে সংখ্যালঘূজাতির ক্যাডারের সংখ্যা ত্রিশ লক্ষ, তারা সংখ্যালঘূজাতি অধ্যূষিত এলাকার রাজনীতি , অর্থনীতি ও সামাজিক উন্নয়নের প্রধান শক্তিতে পরিণত হয়েছেন ।
|