এপেকের ১৭তম মন্ত্রী সম্মেলন ১৬ নভেম্বর দুপুরে দক্ষিণ কোরিযার বুসানে সমাপ্ত হয়েছে । এটি ছিল ১৮ থেকে ১৯ নভেম্বরপর্যন্ত বুসানে অনুষ্ঠিতব্য এপেকের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূল সম্মেলনটি।
মন্ত্রী সম্মেলনে বিশ্ববানিজ্য সংস্থার দোহা রাউন্ডের বৈঠক , আঞ্চলিক বানিজ্য চুক্তি ও অবাধ বানিজ্য চুক্তি সমর্থন , অর্থ ও কৌশলগত সহযোগিতা , সন্ত্রাস দমন সহযোগিতা জোরদার, বার্ডফ্লু প্রতিরোধ,এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের সংস্থার সংস্কার প্রভৃতি বিষয় পর্যালোচনা করা হয়েছে ।
সম্মেলন শেষে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে , সম্মেলনে বোগোর লক্ষ্য বাস্তবায়নের অন্তঃবর্তীকালীন রিপোর্ট আর বোগোর লক্ষ্য বাস্তবায়নের "বুসান রোডম্যাপ" পরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে ।
মন্ত্রীরা এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের অর্থনীতির টেকসই উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধির সাথে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার গুরুত্বের কথা আবার ঘোষণা করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে , মানবজাতির নিরাপত্তা,বাণিজ্য ও পূঁজিবিনিয়োগের অবাধকরণ ও সহজায়নের লক্ষ্য বাস্তবায়নকরতে হলে সন্ত্রাস দমন , অস্ত্রের বিস্তার প্রতিরোধ , সংক্রামক রোগ প্রতিরোধ, আকস্মিক ঘটনার মোকাবেলা ও জ্বালানী শক্তির নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা চালাতে হবে এবং ব্যবস্থা নিয়ে তা নিশ্চিত করতে হবে ।
|