চীনের অর্থ-মন্ত্রণালয়ের তথ্য কার্যালয় ১৫ নভেম্বর বলেছে, চীন ১২টি প্রদেশে কৃষি খাজনা সংস্কার প্রণয়নের অবস্থা পরীক্ষা করবে, যাতে খাজনা সংস্কার কেন্দ্রিক সার্বিক কৃষি সংস্কার দ্রুত ও গভীরভাবে চালানো।
জানা গেছে, চীনের রাষ্ট্রীয় পরিষদের সংশ্লিষ্ট বিভাগের তত্ত্বাবধান দল ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১২টি প্রদেশে গিয়ে তদন্ত কাজ চালাবে।
চীনে কৃষি খাজনা সংস্কার সাধনের পর বিভিন্ন রকমের খাজনা বাতিল করা হয়েছে। কৃষকদের বোঝা অনেক কমে গেছে। বর্তমানে চীনে প্রায় ২৮টি প্রদেশে কৃষি খাজনা বাতিল হয়েছে। আগামী বছরে সম্ভবত সমগ্র দেশের কৃষি খাজনা বাতিল হবে।
|