 জাপানের প্রধানমন্ত্রী কইজুমি জুনিচিরো ১৬ নভেম্বর সকালে কিওটোয় সফররত মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে বৈঠক করেছেন । বৈঠকে দু'নেতা জাপান ও যুক্তরাষ্ট্রের জোট-বদ্ধ থাকার গুরুত্বের ওপর জোর দিয়েছে ।
বৈঠকে দু'পক্ষ দু'দেশের বাহিনীর পুনর্বিন্যাস , ইরাকে জাপানী সৈন্য পাঠানো এবং যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানি আবার শুরু করা ইত্যাদি সমস্যা নিয়ে ব্যাপকভাবে মত বিনিময় করেছে । বৈঠক শেষে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে কইজুমি জুনিচিরো বলেছেন , বিশ্বের কাঠামোতে জাপান ও যুক্তরাষ্ট্রের জোট সম্পর্কের দিক থেকে এবারকার বৈঠক আয়োজিত হয়েছে । তিনি মনে করেন , দু'দেশের সম্পর্ক যত বেশী ঘনিষ্ঠ হয় , চীন ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে তত ভালো সম্পর্ক স্থাপন করা যাবে ।
|