v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-16 16:41:47    
প্রেসিডেন্ট হু চিন থাওয়ের ইউরোপ সফর সাফল্যমন্ডিত

cri
    ৮ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও আমন্ত্রনক্রমে ব্রিটেন , জার্মানী ও স্পেনে রাষ্ট্রীয় সফর করেছেন । এটি ছিল ইউরোপীয় অঞ্চলে চীনের শীর্ষ নেতার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক তত্পরতা । প্রেসিডেন্ট হু চিন থাওয়ের অন্যতম সফরসঙ্গী , চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিভাগের প্রধান চাও চুন সি আর আইয়ের সংবাদদাতাকে দেয়া একটি সাক্ষাত্কারে বলেছেন , হু চিন থাওয়ের এই ইউরোপ সফর সাফল্যমন্ডিত হয়েছে ।

    পারস্পরিক আস্থা বাড়ানো , মিল অন্বেষন করা , সহযোগিতা ও মৈত্রী বাড়ানোর নীতি অনুসারে সফরকালে প্রেসিডেন্ট হু চিন থাও ব্রিটেন , জার্মানী ও স্পেনের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সমস্যা নিয়ে মতবিনিময় করেছেন , দেশ তিনটির বিভিন্ন মহলের গণ্যমাণ্য ব্যক্তির সঙ্গে আলোচনা করেছেন এবং শান্তি ও   উন্নয়নের ক্ষেত্রে চীনের মতাধিষ্ঠান ব্যাখ্যা করেছেন । তার ইউরোপ সফরের ফলাফল সম্বন্ধে চাও চুন বলেছেন , এই সফর এই তিনটি দেশের সঙ্গে চীনের রাজনৈতিক সম্পর্ক আরো মজবুত করেছে , অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়িয়েছে , পরবর্তীকালে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারের দিকস্থিতি নির্ধারণ করেছে এবং এই তিন দেশসহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনের সার্বিক রণনৈতিক অংশিদারিত্বের সম্পর্কের প্রসার তরান্বিত করেছে । সফরকালে চীন ও এই তিনটি দেশের মধ্যে অনেক সহযোগিতা চুক্তি ও প্রটোকল স্বাক্ষরিত হয়েছে । এই সফরের পূর্ব-নির্ধারিত লক্ষ্যগুলো হাসিল হয়েছে বলে সফরটি সাফল্যমন্ডিত হয়েছে ।

    ই ইউ ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসার চীনের পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ । প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সদ্য সমাপ্ত ইউরোপ সফরের প্রধান উদ্দেশ্যই চীন ও ইউরোপের সম্পর্ক জোরদার করা । চাও চুন বলেছেন , এই তিনটি দেশে প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সাফল্যজনক সফর থেকে প্রতিপন্ন হয়েছে যে চীন ও ইউরোপের সম্পর্ক সময় ও আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্থিতিশীল প্রসারের পর্যায়ে প্রবেশ করেছে । বর্তমানে উভয় পক্ষের শীর্ষনেতাদের মধ্যে ঘণ ঘণ যোগাযোগ হচ্ছে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের দ্রুত বিকাশ হচ্ছে । বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ক্রমেই বাড়ছে , অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় চীন ও ইউরোপ সহযোগিতা করেছে।

    অভিন্ন স্বার্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত সহযোগিতা স্থায়ী । এই ধরনের সহযোগিতার বিরাট সুপ্ত শক্তি আছে । চীন ও ইউরোপের সম্পর্কের প্রসার সম্পর্কে চাও চুন বলেছেন , প্রথমে অনেক ক্ষেত্রে চীন ও ইউরোপ একে অপরের অভাব পূরণ করতে পারে , তাই পারস্পরিক কল্যানের ভিত্তিতে চালানো সহযোগিতা দু' পক্ষের জন্য বিরাট বাস্তব স্বার্থ নিয়ে আসতে পারে । তা ছাড়া বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা আর উন্নয়নের ক্ষেত্রে চীন ও ইউরোপের দেশগুলোর অভিন্ন স্বার্থ আছে । মানব জাতির সভ্যতার গুরুত্বপূর্ণ উত্স হিসেবে চীন ও ইউরোপের সুদীর্ঘ ইতিহাস ও উজ্জ্বল সভ্যতা বিশ্ববিখ্যাত। চীন ও ইউরোপের মধ্যে ভৌগলিক স্বার্থ সংশ্লিষ্ট বিরোধ নেই , দু পক্ষের মধ্যে ইতিহাস থেকে বর্তানো সমস্যাও নেই । আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যাগুলোতে চীন ও ইউরোপের মতাধিষ্ঠানের অনেক মিল আছে । ইউরোপের দেশগুলো চীনের দ্রুত প্রসারকে স্বাগত জানায় , তারা মনে করে , তাদের পক্ষে চীনের প্রসার চ্যালেঞ্জ হলেও নিজের উন্নয়ন তরান্বিত করার একটি ভালো সুযোগ। তাই ইউরোপীয় দেশগুলো চীনের সঙ্গে অংশিদার সম্পর্ক প্রসারের প্রচেষ্টা চালাচ্ছে ।