v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-16 16:23:05    
১৬ নভেম্বর, ২০০৫

cri

    পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ এর মঙ্গল প্রাণী ১১ নভেম্বর সন্ধ্যায় পেইচিংএ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। পাঁচটি প্রাণী প্রতিকৃতি হিসেবে পাঁচটি পুতুল হল পেইচিং অলিম্পিক গেমসের মঙ্গল প্রাণী। এগুলোর নাম যথাক্রমে চিং চিং, হুয়াং হুয়াং, ইং ইং, নি নি। এ পাঁচটি চীনা শব্দ নিয়ে এতটি বাক্য হয়।তা হল ' পেইচিং আপনাকে স্বাগত জানায়' । এ পাঁচটি প্রাণীরপ্রতিকৃতিতে মাছ, প্যান্ড, তিব্বতের চমরি গাই , সোয়ালো পাখি আর অলিম্পিক পবিত্র মশালের চেহারার মিশ্রণ।পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ এর মঙ্গল প্রাণী প্রকাশিত হওয়ার পর পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির আইন বিষয়ক বিভাগের দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, মঙ্গল প্রাণী কড়াকড়িভাবে মেধা স্বত্ব সংরক্ষণে রাখা হয়। জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি বিশ্বের বেশীর ভাগ দেশ আর অঞ্চলে মঙ্গল প্রাণীর ট্রেডমার্ক আর পেন্ডেন্ট নিবন্ধন করেছে।

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পেইচিং অলিম্পিক গেমস বিষয়ক কর্মকর্তা ভিয়েবুলুগেন ১১ নভেম্বর সমাপ্ত অলিম্পিক গেমসের সমন্বয় কমিশনের পূণাঙ্গ অধিবেশনে বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সন্তোষজনক। তিনি আশা করেন, পেইচিং অব্যাহতভাবে অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ সুষ্ঠুভাবে চালাতে পারে।

     ত্রয়োদশ বিশ্ব মুষ্টিযুদ্ধচ্যাম্পীয়নশীপ ১২ নভেম্বর সন্ধ্যায় চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মিয়েনইয়াং শহরে শুরু হয়েছে। এটা হল চীনে প্রথম বার আয়োজিত বিশ্ব পর্যায়ের মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা । ৭০টিরও বেশী দেশ আর অঞ্চলের প্রতিনিধিরা এবারকার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আট দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৪০০ জনেরও বেশী প্রতিযোগী ১১টি শ্রেণীর প্রতিযোগিতায় ১১টি স্বর্ণপদক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চালাবেন।

    আট দিনব্যাপী বিশ্ব পেশাদার পুরুষ লং টেনিস প্রতিযোগিতা ১৩ নভেম্বর বিকালে সাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

     প্রথম এজ এস বি সি গল্ফ প্রতিযোগিতা ১৩ নভেম্বর বিকালে চীনের সাংহাই শহরে সমাপ্ত হয়েছে। ব্রিটেনের খেলোয়াড় ডাভিদ হোভেল শীরোপা অর্জন করেছেন। গত ১০ নভেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার মোট পুরস্কার ৫০ লক্ষ মার্কিন ডর্লার।

    ১৩ নভেম্বর সন্ধ্যায় চীনের নানচিন শহরে আয়োজিত একটি আন্তর্জাতিক মৈত্রী প্রতিযোগিতায় চীনের পুরুষ ফুটবল দল সাভিয়া ও সল্টিনেগ্রো দলের কাছে হেরেছে।