কাওলিং ১৯৭৯ সালের ১৪ মার্চ চীনের হুপেই প্রদেশের উহান শহরে জন্মগ্রহণ করেন। সংগীত, ইন্টারনেট ভ্রমণ ও শপিং তাঁর সখের বিষয়। তাঁর সর্বশ্রেষ্ঠ সাফল্য হচ্ছে ২০০০ সালে সিডনি ওলিম্পিক গেমসের ব্যাডমিন্টন দফায় মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়নশীপ অর্জন।
তিনি আট বছর বয়ষ থেকে অপেশাদার ক্রীড়া স্কুলে অনুশীলন করেন, তখন তাঁর কোচ ছিলেন ওয়াংওয়েই এবং স্যুছিউ; এরপর তিনি হুপেই প্রদেশের প্রাদেশিক ক্রীড়া স্কুলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন হুয়াং কাংওয়েই; ১৯৯২ সালের জুন মাসে তিনি প্রাদেশিক দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ছিলেন কোং ফাইং; ১৯৯৭ সালের ফেব্রুয়ারী মাসে তিনি চীনের জাতীয় দলে প্রবেশ করেন, তখন তাঁর কোচ ওয়োং চিয়ানদো।
১৯৯৯ সালে চীনের চতুর্থ শহুর গেমসে তিনি নারীদের দ্বৈত এবং দলকত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০০ সালে থাইল্যান্ড ব্যাডমিন্টন ওপেনে তিনি মিশ্র দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০০ সালে সিডনি ওলিম্পিক গেমসে মিশ্র দ্বৈত দফায় চ্যাম্পিয়ন এবং নারীদের দ্বৈত দফায় তিনি তৃতীয় হন। ২০০১ সালে ব্রিটন ওপেন, জাপান ওপেন, এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ, বিশ্ব চ্যাম্পিয়নশীপে তিনি নারীদের দ্বৈত এবং মিশ্র দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০১ সালে সপ্তম সুদিমান কাপে তিনি নারীদের দলগত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, চীন ও ইন্দোনেশিয়া ওপেনে তিনি নারীদের দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০২সালের জাপান ওপেন, এশীয় চ্যাম্পিয়নশীপ, এশীয় গেমসে নারীদের দ্বৈত দফায় তিনি রানার্স-আপ হন। ২০০৩ সালে জাপান ও ব্রিটেন ওপেনে নারীদের দ্বৈত এবং মিশ্র দ্বৈত দফায় তিনি চ্যাম্পিয়ন হন। ২০০৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপ, ইন্দোনেশিয়া ওপেন, হংকং ওপেন, চীন ওপেনে তিনি নারীদের দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন। ২০০৪ সালে সুইজার্ল্যান্ড ওপেন ও ব্রিটেন ওপেনে নারীদের দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন।
|