ইসরাইলে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কোন্দোলেজা রাইস ১৫ নভেম্বর ঘোষণা করেছেন, ইসরাইল এবং ফিলিস্তিন গাজা অঞ্চলের সীমান্ত উন্মূক্ত করার ব্যাপারে একটি মতৈক্য চুক্তিতে পৌঁছেছে।
এই চুক্তি অনুসারে গাজা অঞ্চল এবং মিসরের মধ্যকার রাফা স্থলবন্দর ২৫ নভেম্বর খোলা হবে। গাজা অঞ্চলের ফিলিস্তিনীরা অবাধে প্রবেশ করতে বা বাইরে যেতে পারবেন। গাজা অঞ্চলের বন্দর নির্মানও সঙ্গে সঙ্গে শুরু হবে। চুক্তিতে বলা হয়েছে, ফিলিস্তিনীরা গাড়ী বহর যোগে গাজা অঞ্চল এবং জর্ডান নদীর পশ্চিম তীর অঞ্চলের মধ্যে আসা-যাওয়া করবে।
জাতিসংঘের মহা সচিব কোফি আনান ১৫ নভেম্বর তাঁর মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতিতে ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে অর্জিত গাজা অঞ্চল ও মিসরের মধ্যকার সীমান্তের রাফা স্থলবন্দর উন্মূক্ত করার চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
অন্য খবরে প্রকাশ, ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ১৫ নভেম্বর বলেছেন, তিনি বিশ্বাস করেন, ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে শান্তি চুক্তিতে মতৈক্য হওয়া সম্ভব। ইসরাইল পক্ষ ফিলিস্তিনের সঙ্গে আলোচনা করতে চাইলে সর্বাধিক আধা বছরের মধ্যেই ফিলিস্তিন এবং ইসরাইল একটি শান্তি চুক্তিতে মতৈক্য অর্জন করতে পারবে।
|