বিশ্ব মার্কা সংস্থা ও বিশ্ব ভি.আই.পি শিল্প ইউনিয়নের মিলিত উদ্যোগে ২০০৫ সালের বিশ্বের শ্রেষ্ঠ ৫০০টি মার্কার তালিকা ১৪ নভেম্বর ম্যাকাওয়ে প্রকাশিত হয়েছে। চীনের কিছু বিখ্যাত মার্কা এতে স্থান পেয়েছে।
২০০৫ সালের বিশ্বের শ্রেষ্ঠ ৫০০টি মার্কা ৮০টিরও বেশী দেশের হাজারাধিক বিখ্যাত ব্রান্ডের মধ্য থেকে বেছে নেয়া হয়। এর মধ্যে চীনের সিনোপেক, ছাং কোং হোল্ডিংজ ও তাইওয়ান হনহাই গোষ্ঠী ইত্যাদি প্রতিষ্ঠানের ২৭টি মার্কা রয়েছে।
বিশ্বের ভি.আই.পি শিল্প ইউনিয়নের চেয়ারম্যান চৌ চিয়াং শান ইয়ুন বলেছেন, এবারের প্রতিযোগিতা আন্তর্জাতিক নিয়মের ভিত্তিতে বিভিন্ন মার্কার প্রতিষ্ঠা ও বিশ্ব বাজারে তার উন্নয়নের অবস্থা অনুযায়ী চালানো হয়েছে। তিনি বলেছেন, চীনের বিশ্ব বিখ্যাত মার্কা চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন ও মিলিত আর্থিক শক্তির উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে।
|