চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েনছাও ১৫ নভেম্বর পেইচিংয়ে বলেছেন , চীনে বিদেশী সংস্থা ও নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত আছে ।
লিউ চিয়েনছাও বলেছেন , সম্প্রতি চীনস্থ মার্কিন দূতাবাস তার ওয়েবসাইটে চীন ভ্রমণরত মার্কিন নাগরিকদের প্রতি নিরাপত্তার হুশিয়ারী জানিয়েছে । এর আগে চীনের নিরাপত্তা সংস্থা সংশ্লিষ্ট ব্যাপার সম্পর্কে মার্কিন পক্ষের রিপোর্ট পেয়েছে । রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে চীনের নিরাপত্তা সংস্থা সভায় বসে পরিস্থিতি নিয়ে গবেষণা করেছে এবং মনোযোগের সঙ্গে দায়িত্বশীল ব্যবস্থানিয়েছে ।
মুখপাত্র লিউ চিয়েনছাও বলেছেন , চীন সরকার চীনস্থ বিদেশী সংস্থা ও নাগরিকদের নিরাপত্তার উপর গুরুত্ব দিয়ে আসছে ।তাদের নিরাপত্তা রক্ষার জন্যে চীন কার্যকর ব্যবস্থা নিয়েছে এবং নিতে থাকবে । এই সব কার্যকর ব্যবস্থা এবং চীনে বসবাসকারী বিদেশী নাগরিকদের আত্মরক্ষার মাধ্যমে চীনে বসবাসকারী বিদেশী নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত ।
|