 জার্মানির সি ডি ইউ ও এস পি ডি ১৪ নভেম্বর আলাদা আলাদাভাবে সম্মেলন আয়োজন করে অধিকাংশ ভোটে দু'পার্টির যুক্ত সরকার গঠনের চুক্তি অনুমোদন করেছে ।
চলতি মাসের ১১ তারিখে সি ডি ইউ আর এস পি ডি যৌথ-মন্ত্রীসভা গঠনের চুক্তি স্বাক্ষর করেছে । জানা গেছে , এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর জার্মানির ফেডারেল সংসদ আগামী ২২ তারিখে ভোটাভুটির মাধ্যমে জার্মানির নবনির্বাচিত প্রধানমন্ত্রী , সি ডি ইউ'র চেয়ারপারসন এ্যান্জ্ঞেলা মার্কেলের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান অনুমোদন দেবে এবং নতুন সরকার গঠন করবে ।
|