চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-পরিচালক জাং কুও পাও ১৫ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, গত বছর চীনের শক্তিসম্পদের চাহিদা প্রায় ৯৪ শতাংশ নিজেই মিটিয়েছে।
দ্বিতীয় চীন-মার্কিন সম্পর্ক বিষয়ক আলোচনা সভায় জাং কুও পাও এই কথা বলেছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে চীন সরকার এই নীতির সমর্থনে আরো প্রয়াস চালাবে যাতে চীনের শক্তিসম্পদ অনুসন্ধান ও ব্যবহার এবং বিশ্বের শক্তিসম্পদ বাজারের স্থিতিশীলতা ও উন্নয়নে নিজের অবদান রাখা যায়। তিনি আরো বলেছেন, দারিদ্র্য থেকে মুক্তি লাভ এবং স্বচ্ছল জীবন উপভোগ করা হলো চীনা জনগণের আশা। আন্তর্জাতিক সমাজের তা উপলব্ধি করা উচিত।
তিনি জোর দিয়ে বলেছেন, চীনের শক্তিসম্পদ নীতি হলো "শক্তিসম্পদের মিত্যব্যয়ী ও কার্যকর ব্যবহার এবং যথাসাধ্যভাবে নিজেই চাহিদা মেটানো"। ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে যে, চীনকে সীমিত করা নয়, বরং একটি সমানাধিকার বিশিষ্ট সদস্য হিসেবে আন্তর্জাতিক সমাজে মিশে যেতে দেয়াই বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য অনুকূল।
|