১৫ নভেম্বর উগান্ডার রাজধানী কাম্পালায়অনুষ্ঠানরত নবম "জলাভূমি চুক্তি"ভূক্তসদস্য দেশগুলোরসম্মেলনে ঘোষণা করা হয়েছে যে , এশিয়ার প্রতিনিধি হিসেবে চীন নতুন স্থায়ী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে । ১৯৯২ সালে "জলাভূমি চুক্তিতে" যোগ দেয়ার পর চীন এই প্রথমবার স্থায়ী পরিষদের সদস্যরাষ্ট্র নির্বাচিত হলো।
১২ নভেম্বরঅনুষ্ঠিত "জলাভূমি চুক্তি"র এশীয় সদস্য দেশগুলোর আঞ্চলিক সম্মেলনে এশিয়ার প্রতিনিধি হিসেবে চীন স্থায়ী কমিটির পরিষদের সদস্য রাষ্ট্র নির্বাচিত হয় । ১৪ নভেম্বরের পূর্ণাঙ্গ অধিবেশনে চীন , থাইল্যান্ড আর ইরান চুক্তিটির এশীয় দেশগুলোর প্রতিনিধি হিসেবে নতুন স্থায়ী কমিটির পরিষদের সদস্যরাষ্ট্র নির্বাচিত হয় ।
১৬টি দেশ নিয়ে নতুন স্থায়ী কমিটি গঠিত । এদের মেয়াদ তিন বছর । চুক্তিটির মোট ১৪টি স্থায়ী সদস্যদেশ আছে ।
|