ভেনিজুয়েলা ও মেক্সিকো সরকার ১৪ নভেম্বর পৃথকপৃথকভাবে নিজনিজ রাষ্ট্রদূতকে স্বদেশে ডেকে পাঠিয়েছে । ফলে দুদেশের শীর্ষনেতাদের মধ্যেকার রাজনৈতিক সংঘর্ষ আরও বেড়ে গেছে ।
১৪ নভেম্বর ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীআলি রোদরিগেজসংবাদ মাধ্যমকে বলেছেন , ভেনিজুয়েলা সরকার মেক্সিকোস্থ তার রাষ্ট্রদূত ভিল্লেগাসকে স্বদেশে ডেকে পাঠিয়েছে । তিনি বলেছেন ,মেক্সিকো সরকার ভেনিজুয়েলার কাছে ক্ষমা চাওয়ার যে দাবী করেছে তা যুক্তিহীন আক্রমণ , তার দায়িত্ব মেক্সিকো সরকারকেই বহন করতে হবে । তার পর মেক্সিকোর প্রেসিডেন্ট ফোক্স সি-এন-এনকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , মেক্সিকোও ভেনিজুয়েলাস্থ নিজের রাষ্ট্রদূতকেস্বদেশে ডেকে পাঠিয়েছে ।
নভেম্বর মাসের প্রথম দিকে আর্জেন্টিনায়অনুষ্ঠিত আমেরিকান দেশগুলোর শীর্ষ সম্মেলনেভেনিজুয়েলা আর মেক্সিকোর শীর্ষ নেতাদের সম্পর্কের অবনতি শুরু হয়েছে । আমেরিকার অবাধ বানিজ্যিক এলাকা প্রতিষ্ঠা সম্পর্কে যুক্তরাস্ট্র যে প্রস্তাব দিয়েছে সম্মেলন চলাকালে ফোক্স তা সমর্থন করেছেন বলে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট জাভেস তাঁকে মার্কিন সরকারের দালাল বলে অভিহিত করেছেন এবং ১৩ নভেম্বর আরেকবার তীব্রভাষায় তাঁর সমালোচনা করেছেন । এ কারণে মেক্সিকোসরকার পৃথকপৃথকভাবে ১৩ ও ১৪ নভেম্বর ভেনিজুয়েলা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছে এবংভেনিজুয়েলা থেকে নিজের রাষ্ট্রদূত ডেকে পাঠাবার হুমকী দিয়েছে ।
|