ফ্রান্সের প্রেসিডেণ্ট শিরাক ১৪ নভেম্বর ঘোষণা করেছেন যে, অগ্নিসংযোগ ও দাঙ্গাহাঙ্গামার তত্পরতা পুরোপুরি থামানোর জন্য ফ্রান্সের মন্ত্রীসভা দেশের জরুরী অবস্থার মেয়াদ ২১ নভেম্বর থেকে আরও তিন মাস বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই দিন সন্ধ্যায় তাঁর এক টেলিভিশন ভাষণে তিনি সামাজিক সংলাপে অংশ নেয়ার জন্য সকল দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
শিরাক বলেছেন, প্যারিসের উপকণ্ঠে দাঙ্গাহাঙ্গামা দুর্বল হয়ে পড়ার প্রবনতা দেখা দিয়েছে , কিন্তু দাঙ্গাহাঙ্গামার পরিস্থিতি এখনও উদ্বেগজনক।
তিনি বলেছেন, সরকার সর্বাধিক প্রয়াস চালিয়ে যাবে, যাতে ফ্রান্সের সকল নাগরিক সমান অধিকার ভোগ করতে পারেন। সকল নাগরিকের উচিত সামাজিক সংলাপে এবং সুষম সমাজ গঠনের প্রক্রিয়ায় অংশ নেয়া ।
|