চীনের বাণিজ্য মন্ত্রী বো সিলাই ১৪ নভেম্বর পেইচিংয়ে সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধি রব পোর্টম্যানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। বো সিলাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে চীন মোটা অংকের উদ্বৃত্ত অর্জনের প্রয়াস চালায় না।
বাণিজ্যিক ভারসাম্য প্রসঙ্গে বো সিলাই বলেছেন, চীন আশা করে যে , চীন-মার্কিন বাণিজ্যিক ভারসাম্য উন্নত হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনের বাজারের বাস্তব চাহিদার দিকে লক্ষ্য রেখে নিজের পণ্য ও বাণিজ্য কাঠামো সংস্কার করা, যাতে চীনের সঙ্গে তার বাণিজ্য বাড়তে পারে।
বস্ত্রপণ্য সমস্যা প্রসঙ্গে তিনি বলেছেন, এ মাসের প্রথম দিকে স্বাক্ষরিত চীন-মার্কিন বস্ত্রপণ্য চুক্তি দু'দেশের বস্ত্রপণ্য মহলের মৌলিক স্বার্থের অনুকূল। তাতে প্রতিফলিত হয়েছে যে, দু'পক্ষের আন্তরিকতা থাকলে পরামর্শের মাধ্যমে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যের সমস্যা সঠিকভাবে সমাধান করা যায়। চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, যাতে এই চুক্তি স্থিতিশীল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হতে পারে।
মেধা স্বত্ব ও মাংসজাত পণ্যের কোয়ারান্টাইন ইত্যাদি অভিন্ন বিষয়েও দু'পক্ষ মত বিনিময় করেছে।
|