জাতিসংঘ সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনের চেয়ারম্যান জ্যান এলিয়াসোন ১৪ নভেম্বর নিউইয়র্কে জাতিসংঘের দফতরে বলেছেন, জাতিসংঘের উচিত সংস্কারের মাধ্যমে মানবতাবাদী ত্রাণসাহায্যের সামর্থ্য ও দ্রুত পদক্ষেপ গ্রহণ ব্যবস্থা করা।
একই দিন অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের পুর্ণাংগ অধিবেশনে জাতিসংঘের মানবতাবাদী ত্রাণ ও সমন্বয় কাজকর্ম নিয়ে সাধারণ বিতর্ক হয়েছে। এলিয়াসোন এই অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বলেছেন যে, প্রাকৃতিক দুর্যোগ ও মানবতাবাদী সংকটের কারণে জাতিসংঘের মানবতাবাদী ত্রাণসাহায্য কঠোর চ্যালেঞ্জের সম্মুখীণ। জাতিসংঘের উচিত এই কাজ প্রধান অবস্থানে রাখা এবং সংস্কারের মাধ্যমে মানবতাবাদী ত্রাণসাহায্যের সামর্থ্য ও দ্রুত পদক্ষেপ গ্রহণ ব্যবস্থা উন্নত করা।
জাতিসংঘে চীনা স্থায়ী প্রতিনিধি দলের মিনিস্টার-কাউন্সিলার ইয়াও ওয়েনলোং এই সম্মেলনে ভাষণ দেওয়ার সময়ে বলেছেন, ভারত মহাসাগরীয় সুনামি ও দক্ষিণ এশীয় ভয়াবহ ভূমিকম্পের ত্রাণসাহায্যে আন্তর্জাতিক সমাজের প্রবল শক্তি ও জাতিসংঘের গুরুত্বপূর্ণ সমন্বয়কের ভূমিকা দেখানো হয়েছে। ত্রাণসাহায্যের সর্বোচ্চ কল্যাণ সৃষ্টি করার জন্য জাতিসংঘ তার প্রধান ভূমিকা পালন জোরদার করবে বলে তিনি প্রস্তাব উত্থাপন করেছেন।
|