v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-15 16:06:57    
১৫ নভেম্বর

cri
    ১৯১৭ সালের ১৫ নভেম্বর মস্কোর সামরিক বিদ্রহে জয়লাভ হয়

    ১৯১৭ সালের ১৫ নভেম্বর মস্কোর সামরিক বিদ্রহে জয়লাভ হয়। মস্কোতে মোতেয়ন সৈন্যবাহিনী বিপ্লের পক্ষে দাড়াঁন। বিপ্লবী বাহিনী টেলিযোগযোগ ভবন দখন করেন এবং মস্কো নিয়ন্ত্রণ করেন। ১৯১৭ সালের ১৪ নভেম্বর নিরাপত্তা কমিটি আত্মসর্মপন চুক্তিতে স্বাক্ষর করে।সে দিন সন্ধ্যায় বিপ্লবী কমিটি মস্কোর সামরিক বিদ্রহের বিজয় ঘোষণা করে।

    ১৯৬৯ সালের ১৫ নভেম্বর ভিয়েনাম যুদ্ধের বিরুদ্ধে মিচ্ছিল

    ভিয়েনাম যুদ্ধের বিরুদ্ধে ১৯৬৯ সালের ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ২ লক্ষাধিক লোক বিরাটাকারের বিক্ষোভ প্রদর্শন করেন। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসা বিক্ষোভকারীরা সংসদ ভবন থেকে হোইটহাউস পার হয়ে অবশেষে শহরের কেন্দ্রর ওয়াশিংটন সমাধিস্তম্ভের সামনে সমাবেশিত হয়। বিক্ষোভকারী মার্কিন সরকারের উদ্দেশ্যে অবিলম্বে ভিয়েতনাম থেকে মার্কিন সৈন্য সরিয়ে নেওয়ার আহ্বান জানান। ১৩ নভেম্বর সারা যুক্তরাষ্ট্রে মোট ১০ লক্ষ লোক ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে যোগ দেয়।

    ১৯৮৩ সালের ১৫ নভেম্বর চীনের মূল ভূভাগের প্রথমটি ' হংকং ভ্রমন' পযর্টন দল সাংগঠিত হয়

    ১৯৮৩ সালের ১৫ নভেম্বর প্রথম' হংকং ভ্রমণ' পযর্টন দল গুয়াংযৌ থেকে হংকং চলে যায়। এটা গুয়াংতং আর হংকংএ তীব্র আলোড়নের সৃষ্টি হয়। ১৯৮৩ সালের প্রথম দিকে গুয়াংতং আর হংকংএর পযর্টন কোম্পানি বিজ্ঞাপ্তিতে এই খবর প্রকাশ করে। এর সঙ্গে সঙ্গে হংকংএর তথ্যমাধ্যমগুলোতে এ সম্বন্ধে ব্যাপকভাবে প্রচারিত হয়। হংকং সমাজ চীনের মূল ভূভাগের এই সমিচীন সিদ্ধান্তের প্রশংসা করে।

    ১৯৮৬ সালের ১৫ নভেম্বর তাইওয়ানে ভয়ংকর ভুমিকম্প ঘটে

    ১৯৮৬ সালের ১৫ নভেম্বর তাইওয়ানের জলসীমায় লিকটার স্কেল ৭ দশমিক ৫ ডিগ্রির ভূমিকম্প ঘটে।

১৯৮৮ সালের ১৫ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়

    ১৯৮৮ সালের ১৫ নভেম্বর ফিলিস্তিন মুক্তি সংস্থার তত্কালীণ চেয়ারম্যান ইয়াসের আরাফাত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। তিনি আলজেরিয়ার পাইপ গাছ ক্লাপে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা করেন। ফিলিস্তিনের জাতীয় কমিটির ১৯তম বিশেষ অধিবেশনে তিন দিন আলোচনার পর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই সুখবর শোনার পর পশ্চিম তীর আর গার্জা অঞ্চলের জনগণ এত আনন্দিত হলেন যে তারা ধর্মঘর , হাটতাল পালন করে এবং প্রক্ষোভ প্রদর্শন করে স্বদেশের প্রতিষ্ঠার উদযাপন করেন । আরাফাত 'স্বাধীনতা ঘোষণা' ঘোষণা করার পর , ফিলিস্তিনের জাতীয় কমিটির চেয়ারম্যান সায়েহ জাতীয় পতাকা উত্তোলনের কথা ঘোষণা করেন।

    ১৯৮৮ সালের ১৫ নভেম্বর সৌভিয়েত ইউনিয়ন প্রথম বার নভখেয়াযান উদক্ষেপন করে

    ১৯৮৮ সালের ১৫ নভেম্বর সৌভিয়েত ইউনিয়ন প্রথম বার নভখেয়াযান উদক্ষেপন করে।