১৪ নভেম্বর আম্মানে জর্দানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় জর্দান সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইসের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, আম্মানে সংঘটিত সন্ত্রাসী তত্পরতা অব্যাহতভাবে মধ্য-প্রাচ্যের শান্তি অগ্রগতি উন্নয়নে জর্দানের প্রভাব খর্ব করবে না।
আবদুল্লাহ বলেছেন, সন্ত্রাসবাদ শুধু জর্দানের একার সমস্যা নয়, তা গৌটা আন্তর্জাতিক সমাজের সমস্যা তার মোকাবেলায় বিভিন্ন দেশকে অভিযান চালিয়ে, যৌথভাবে সন্ত্রাসবাদের ওপর হানতে হবে।
রাইস সম্প্রতি আম্মানে সংঘটিত সন্ত্রাসী ঘটনায় জানমালের ক্ষয়-ক্ষতি হওয়ায় বাদশাহ আবদুল্লাহ এবং জর্দানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র জর্দানের জনগণের সঙ্গে যৌথভাবে সন্ত্রাসী তত্পরতা ওপর আঘাত হানবে। তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র জর্দান সরকারের সন্ত্রাস দমন প্রয়াসে সমর্থন এবং সাহায্য দেবে।
|