v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-15 16:03:17    
 এপেক শীর্ষ সম্মেলনে কি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে?

cri
    আগামী ১৮ আর ১৯ নভেম্বর দক্ষিণ কোরিয়ার পুশানে অনুষ্ঠেয় এপেকের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিহিসেবে এপেকের ১৭তম মন্ত্রী পর্যায়ের অধিবেশন ১৫ আর ১৬ তারিখে দক্ষিণ কোরিয়ার পুশানে অনুষ্ঠিত হচ্ছে। এবারকার এপেকের নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকে যে সব বিষয় নিয়ে আলোচনা হবে সে সব বিষয় আন্তর্জাতিক তথ্যমাধ্যমগুলোরআলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

    সম্মেলন চলাকালে দু' বার পুর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনের আলোচ্য বিষয় হল: ' বাণিজ্য অবাধকরণের প্রক্রিয়া' এই অধিবেশনে আঞ্চলিক বাণিজ্যের বন্দোবস্ত এবং অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় অধিবেশনের আলোচ্য বিষয় হল: ' নিরাপদ আর স্বচ্ছএশিয়া ও প্রশান্তমহা সাগরীয় অঞ্চল' । এই অধিবেশনে শীর্ষ নেতাদের মধ্যে সন্ত্রাস দমন, যৌথভাবেসংক্রামক রোগ মোকাবেলা করা , প্রাকৃতিক দুর্যোগ , শক্তিসম্পদ নিরাপত্তা আর দুনীর্তি দূর করার ব্যাপারে মত বিনিময় হবে। অধিবেশনের শেষে 'পুশান ঘোষণা" এবং বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ড আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিশেষ বিবৃতি প্রকাশিত হবে।

    এবারকার এপেকের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন অর্থনীতির বিশ্বায়ন আর আঞ্চলিক সহযোগিতার প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ড আলোচনা অচলাবস্থায় পড়েছে। আগামী মাসে হংকংএ অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের অধিবেশনের ভবিষ্যত আশাব্যঞ্জক নয়। এর সঙ্গে সঙ্গে এবারকার এপেক শীর্ষ সম্মেলন মানুব জাতির আর শক্তিসম্পদের নিরাপত্তা সম্পকির্ত নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।এ সব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এপেকের অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যত অভিমুখিনতার সঙ্গে সম্পর্কিত।

    বহুমুখী বাণিজ্য কাঠামো জোরদার করা, আঞ্চলিক বাণিজ্য বাধা দূর করা এপেকের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর অন্যতম। এপেকের সদস্য দেশগুলোর মধ্যে বেশীর ভাগ হল বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশ। তাদের বাণিজ্যের পরিমাণ বিশ্বের মোট পরিমাণের অর্ধেকের কাছাকাছি। যুক্তরাষ্ট্র আর জাপান হল দুটো গুরুত্বপূর্ণ উন্নত দেশ। চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় উন্নয়নমুখী দেশ। বিশ্বব্যাপী বহুমুখী বাণিজ্য আলোচনায় উল্লেখিত তিনটি দেশের প্রভাব অনেক। বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ড আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে এপেকের নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলন ইতিবাচক অবদান রেখেছে। সুতরাং এপেকের বিভিন্ন সদস্য রাষ্ট্রের নেতারা এবারকার শীর্ষ সম্মেলনে বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ট আলোচনাকে সমর্থন করার উদাও রাজনৈতিক তথ্য প্রকাশ করবেন। এবারকার শীর্ষ সম্মেলনের শেষে একটি বিশেষ বিবৃতি প্রকাশিত হবে।

    তা ছাড়া, সংক্রামক রোগ নিবারন আর নিয়ন্ত্রণ এবং ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগোত্তর ত্রাণ কার্যকলাপ হবে এপেকের নেতাদের আলোচ্য বিষয়। বতর্মানে বার্ড ফ্লু সারা বিশ্বে বিস্তার লাভ করছে। তাই বার্ড ফ্লু বিশেষ করে এশীয় অঞ্চলের বার্ড ফ্লু এপেকের আলোচ্য বিষয়ে পরিণত হবে। তা ছাড়া, অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০০৬ সালের প্রথমার্ধে ভিয়েতনামে বার্ড ফ্লু নিবারন আর নিয়ন্ত্রণ সংক্রান্ত এপেকের মন্ত্রী পর্যায়ের অধিবেশন অনুষ্ঠিত হবে।