চীনের কৃষি মন্ত্রণালয় সম্প্রতি আনুষ্ঠানিকভাবে " মারাত্মক বার্ড ফ্লু মোকাবিলার প্রযুক্তিগত মানদণ্ড" প্রকাশ করেছে । তাতে বার্ড ফ্লু মোকাবিলার বিস্তারিত নিয়মাবলী ধার্য করা হয়েছে।
এই মানদণ্ডে বার্ড ফ্লুর সন্দেহভাজন রোগ, বার্ড ফ্লু সনাক্ত করা এবং এই রোগের নমুনা সংগ্রহ, সংরক্ষণ, উপদ্রুত স্থানগুলোতে ব্যবস্থা অবলম্বন ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট নিয়ম ধার্য করা হয়েছে।
অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে চীনের অন্তর্মঙ্গোলিয়া, আনহুই, হুনান , লিয়াওনিং এবং
হুপেই প্রদেশ ও অঞ্চলে পর পর " এইচ ৫ এন ১" ধরনের মারাত্মক বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগ বার্ড ফ্লু উপদ্রুত স্থানগুলোতে এক কোটিরও বেশি হাঁসমুর্গী হত্যা করেছে।
|