চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী ছিয়েন ছি ছেন ১৪ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন-মার্কিন সম্পর্ক উন্নয়ন করার জন্য দু'পক্ষের উচিত অব্যাহতভাবে নতুন সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা, সহযোগিতা গভীরতর করা, অভিন্ন স্বার্থ সম্প্রসারণ করা ।
পেইচিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় চীন-মার্কিন সম্পর্ক আলোচনা সম্মেলনে ছিয়েন ছি ছেন উপরোক্ত কথা বলেছেন। তিনি আরো বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়েই এশিয়া ও শান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তিশালী দেশ। এশিয়া ও শান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করা দু'দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে সম্পর্কিত। তিনি মনে করেন দু'পক্ষ স্থিতিশীলভাবে বাণিজ্য ও পারস্পরিক পুঁজি বিনিয়োগের সঙ্গে সঙ্গে তহবিল, অর্থ, পরিসেবা ও পরিবেশ-রক্ষা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা সৃষ্টি করা উচিত।
|