১৪ নভেম্বর চীনের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি চীনে কয়লাখনির গ্যাস সংস্কারের রাষ্ট্রীয় প্রকল্প গবেষণাকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে, যাতে গুরুতর গ্যাস বিস্ফোরণের দুর্ঘটনা প্রতিরোধের জন্য প্রযুক্তিগত সমর্থন দেয়া যায়।
জানা গেছে , এই গবেষণা কেন্দ্র নির্মাণে ১৫ কোটি ইউয়ান পুঁজি বিনিয়োগ করা হবে। এই কেন্দ্র নির্মাণের কাজ ২০০৮ সালে সম্পন্ন হবে। কেন্দ্রটি নির্মিত হবার পর তা প্রধানত কয়লা ও গ্যাস একসাথে উত্তোলন ও নিষ্কাশন, গ্যাস দুর্ঘটনার পূর্বাভাষ প্রভৃতি প্রযুক্তি গবেষণা ও উন্নয়নের কাজ চালাবে । তা'ছাড়া কেন্দ্রটি কয়লাখনির গ্যাস দুর্ঘটনা প্রতিরোধের প্রযুক্তিগত সরঞ্জামও সরবরাহ করবে।
বর্তমানে চীনের অর্ধেকের মতো কয়লাখনিতে গ্যাস দুর্ঘটনার সম্ভাব্য বিপদ রয়েছে।
|