১৩ নভেম্বর উত্তরপূর্ব চীনের রাসায়নিক শিল্পের একটি কারখানায় বিস্ফোরণ ঘটেছে , তাতে একজন নিহত , ৫ জন নিখোঁজ এবং অন্য ৭০ জন আহত হয়েছে । জানা গেছে, বিস্ফোরণ-উত্তর ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্ত থেকে দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের চিকিত্সা করা হচ্ছে।
কারখানাটি চিলিন প্রদেশের চিলিন শহরে অবস্থিত । বিস্ফোরণ ঘটার পরই পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুর্ঘটনা মোকাবিলার জরুরী ব্যবস্থা নেয়া হয়েছে, ত্রাণকাজ পুরোদমে চলছে। কারখানার নিকটবর্তী এলাকার প্রায় দশ হাজার বাসিন্দা স্থানান্তরিত হওয়ার জরুরী ভিত্তিক ব্যবস্থা নেয়া হয়েছে । আহতদেরকে যথা সময়ে হাসপাতালে পাঠানো হয়েছে । এখন আহতদের প্রাণহানির বিপদ নেই ।
এ খবর পাওয়ার সময় পর্যন্ত বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ড নিভিয়ে দেয়া হয়েছে। স্থানান্তরিত জনতা বাড়ি ফিরতে শুরু করেছেন।
জানা গেছে, কারখানাটির একটি রাসায়নিক সরঞ্জামের যান্ত্রিক গোলযোগ এবং যথাযথ ব্যবস্থা নেয়ার ব্যর্থতার দরুণ এই দুর্ঘটনা ঘটেছে।
|