মিশর সফরকালে সুদানের ভাইস-প্রেসিডেন্ট আলি ওসমান তাহা ১৩ নভেম্বর মিশরের প্রেসিডেন্ট মুবারকের সঙ্গে বৈঠকের পর সংবাদদাতাদের বলেছেন, দার্ফুর সমস্যা একটি আফ্রিকান বৈশিষ্ট্যসম্পন্ন সমস্যা। স্থানীয় উপজাতিদের মধ্যে সংঘর্ষ পশ্চিমা দেশের কথিত গণহত্যা নয়।
তাহা জোর দিয়ে বলেছেন, দার্ফুর সমস্যা রাজনৈতিক সমস্যা নয়। তার প্রধান কারণ হলো স্থানীয় অর্থনৈতিক ও সামাজিত উন্নয়ন পশ্চাত্পদ। বিভিন্ন উপজাতিদের অবনতিশীল সংঘর্ষ পরিস্থিতিতে সুদানের উপরে শাস্তি দিলে সমস্যাটি আরো জটিল হবে।
|