দ্বিতীয় চীন-মার্কিন সম্পর্ক সেমিনার ১৪ নভেম্বর পেইচিংয়ে আয়োজিত হয়েছে । চীনের সাবেক উপ প্রধানমন্ত্রী ছিয়েন ছি ছেন সেমিনারে বলেছেন , চীন ও যুক্তরাষ্ট্রের উচিত সঠিকভাবে মতানৈক্য ও সুবেদী সমস্যা সমাধান করা এবং দু'দেশের সম্পর্কের স্থিতিশীলতা রক্ষা করা ।
ছিয়েন ছি ছেন বলেছেন , তাইওয়ান সমস্যা চীনের কেন্দ্রীয় স্বার্থের সঙ্গে জড়িত , চীন এই সমস্যার ওপর সবচেয়ে বেশী মনোযোগ দিয়েছে । যুক্তরাষ্ট্র যে বারবার একচীন নীতিতে অবিচল থাকার কথা ঘোষণা করে , চীন-মার্কিন তিনটি যুক্ত ইস্তাহার মেনে চলে এবং স্বাধীন তাইওয়ান তত্পরতার বিরোধীতা করে , চীন তার প্রশংসা করে , চীন আশা করে যুক্তরাষ্ট্র সতর্কভাবে এই সমস্যার মোকাবিলা করবে , স্বাধীন তাইওয়ান প্রয়াসীদেরকে কোনো সুযোগ দেবে না ।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সেমিনারে বলেছেন , চীন ধাপে ধাপে পুণরুথ্থান হচ্ছে , তবে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে চীনের পুণরুথ্থান নিশ্চয়ই খুব শান্তিপূর্ণ ।
উল্লেখ্য , এই চারদিনব্যাপী সেমিনারে দু'দেশের নেতা , পন্ডিত ও বাণিজ্য মহলের প্রতিনিধিরা দু'দেশের সম্পর্ক , এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা , শক্তি সম্পদ ও টেকসই উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে পরামর্শ করবেন ।
|