v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-14 16:41:41    
১৪ নভেম্বর

cri
    ২০০২ সালের ১৪ নভেম্বর চীনের কমিউনিষ্ট পাটির ১৬তম জাতীয় কংগ্রেস সমাপ্ত হয়

    ২০০২ সালের ১৪ নভেম্বর চীনের কমিউনিষ্ট পাটির ষোড়শ জাতীয় কংগ্রেস পেইচিংএ সমাপ্ত হয়। সেবারকার কংগ্রেসে নতুন মেয়াদের কেন্দ্রীয় কমিটি , কেন্দ্রীয় শৃংখলা পরীক্ষা কমিটি নিবার্চিত হয়।

    ১৯৮৮ সালের ১৪ নভেম্বর চীনের রকেটের সাহায্যে অষ্ট্রেলিয়ার উপগ্রহ উতক্ষেপন করা হয়

    ১৯৮৮ সালের ১৪ নভেম্বর অষ্ট্রেলিয়ার উপগ্রহ কোম্পানি ঘোষণা করে, অষ্ট্রেলিয়া সরকার চীনের রকেটের সাহায্যে অষ্ট্রেলিয়ার এই উপগ্রহ উতক্ষেপনের সিদ্ধান্ত নেয়। অষ্ট্রেলিয়ার উপগ্রহ কোম্পানি ১৯৯১ আর ১৯৯২ সালে চীনের লং মার্চ রকেটের সাহায্যে অষ্ট্রেলিয়ার দুটো উপগ্রহ উতক্ষেপন করার পরিকল্পনা নেয়।

    ১৯৯৭ সালের ১৪ নভেম্বর জাতি সংঘের অস্ত্রপরীক্ষকরা ইরাক থেকে সরে যান

    ১৯৯৭ সালের ১৪ নভেম্বর জাতি সংঘের অস্ত্র পরীক্ষকরা ইরাক থেকে প্রত্যাহার করেন। ইরাকে ব্যবস্থা রক্ষার জন্যে অল্প কিছু সদস্য ইরাকে রেখে দেওয়া হয়। পরীক্ষা কাজে বাধাবিঘ্ন হয়েছিল বলে ইরাকের বিরুদ্ধে শাস্তিও স্হগিত রাখা হয়।

    ১৯৯১ সালের ১৪ নভেম্বর সিহানোক ফ্ল্যাপানে ফিরে যান

    ১৯৯১ সালের ১৪ নভেম্বর ক্যাম্পুচিয়ার জাতীয় সর্বোচ্চ কমিটির চেয়ারম্যান নরদম সিহানোক আর তাঁর স্ত্রী বিশেষ বিমানে ক্যাম্পুচিয়ার রাজধানী নম্পেনে পৌঁছেন।তিনি ক্যাম্পুচিয়ার জনগণের আন্তরিক অভ্যর্থনা পান।বিমান বন্দরে তিনি সাংবাদিকদের বললেন, চীন আর ক্যাম্পুচিয়ার মধ্যকার মৈত্রী আর সহযোগিতা স্থায়ী বজায় রাখা হবে।

    ১৯৮৯ সালের ১৪ নভেম্বর চীনে লীজেন্ড কোম্পানি লিমিটিট প্রতিষ্ঠিত

    ১৯৮৯ সালের ১৪ নভেম্বর চীনের পেইচিংএ লীজেন্ড কোম্পানি লিমিটিট প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানি কমপিউটার তৈরী করে।

    ১৯৮৩ সালের ১৪ নভেম্বর মাঝারি-পাল্লারপরমাণু অস্ত্র কমাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবেপ্রাক্তন সৌভিয়েত ইউনিয়নের আপত্তি

    ১৯৮৩ সালের ১৪ নভেম্বর মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ঘোষণা করেন, জেনিভায় মার্কিন-সৌভিয়েত মাঝারি-পাল্লারপরমাণু অস্ত্র কমানোর আলোচনায় মার্কিন পক্ষ সৌভিয়েত ইউনিয়নের কাছে একটি নতুন প্রস্তাব উত্থাপন করে। এই প্রস্তাব অনুযায়ী, সারা পৃথিবীতে মাঝারি-পাল্লারপরমাণু অস্ত্রের সংখ্যা ৪২০ টির মধ্যে সীমিত রাখা হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সৌভিয়েত ইউনিয়নের আপত্তি পায়। তাসবার্তা সংস্থার একটি খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। সৌভিয়েত ইউনিয়ন এই প্রস্তাব নাচক করে। যুক্তরাষ্ট্রের বেশির ভাগ ক্ষেপণাস্ত্র তার দেশে মোতায়েন করা হয়। কারণ এ সব ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশীর ভাগ দূর-পাল্লারক্ষেপণাস্ত্র। সৌভিয়েত ইউনিয়নে বেশীর ভাগ মাঝারি-পাল্লারক্ষেপণাস্ত্র। সুতরাং মাঝারি-পাল্ল ক্ষেণাস্ত্রের সংখ্যা কমানো হলে সৌভিয়েত ইউনিয়নের ক্ষতি হয়।

    ১৯৭৯ সালের ১৪ নভেম্বর জর্দান নদীর পশ্চিম তীরের সকল মেয়রের একযোগে পদত্যাগ করেন

    ১৯৭৯ সালের ১৪ নভেম্বর ইস্রাইলের বেতারে বলা হয়, ইস্রাইল কতৃর্পক্ষ এক জন মেয়রকে রবখাস্ত করার যে সিদ্ধান্ত নেয় তার প্রতিবাদে সে দিন জর্দান নদীর পশ্চিম তীরের সকল মেয়র একযোগে পদত্যাগ করেন।

    ১৯৩০ সালের ১৪ নভেম্বর চেয়ারমান মাওয়ের স্ত্রী ইয়াং কে হুয়ে কুওমিতাং পাটির গুয়েন্দারের হাতে নিহত হয়।

    ১৯৩০ সালের ১৪ নভেম্বর চেয়ারমান মাওয়ের প্রথম স্ত্রী ইয়াং কে হুয়ে কুওমিতিং পাটির গুয়েন্দারের হাতে হত্যা করা হয়।তখন তাঁর বয়স মাত্র ২৯ বছর।