v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-11-14 15:56:37    
০৮ থেকে ১৪ নভেম্বর, ২০০৫

cri
পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের প্রথম পর্যায় বৈঠক শেষ

পেইচিংয়ে অনুষ্ঠিত কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের প্রথম পর্যায় বৈঠক ১১ নভেম্বর শেষ হয়েছে। চীনের দলনেতা উ তাওয়েই সেদিন বৈঠকে "চেয়াম্যান ঘোষণায়" বলেছেন, বিভিন্ন পক্ষ আস্থা বাড়ানো এবং সমস্যা সমাধানের ভিত্তিতে সার্বিকভাবে চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকে সম্পাদিত "যৌথ ঘোষণা বিভিন্ন প্রতিশ্রুতি, ভারসাম্য ও সহযোগিতার অভিন্ন কল্যান বাস্তবায়ন করতে ইচ্ছুক।

তিনি বলেছেন, বিভিন্ন পক্ষ "প্রতিশ্রুতি পালনের" নীতির ভিত্তিতে সার্বিকভাবে "যৌথ ঘোষণা" বাস্তবায়ন করা, যথাশীঘ্র কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণের লক্ষ্য বাস্তবায়ন করা, কোরীয় উপদ্বীপ এবং উত্তর-পূর্ব অঞ্চলের স্থায়ী শান্তি ও স্থিতিশীল তা সুরক্ষা করার কথা আবার জোর দিয়ে বলেছে। বিভিন্ন পক্ষ এই ভিত্তিতে "যৌথ ঘোষণা" বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করার দাবি জানিয়েছে। বিভিন্ন পক্ষ যথাশীঘ্র পঞ্চম দফা বৈঠকের দ্বিতীয় পর্যায় বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত করেছে।

ইউরোপের সোসিয়ালিষ্টস পার্টির চেয়ারম্যান: চীনের উন্নয়ন বিশ্বকে "প্রচুর সমৃদ্ধি" দেবে

ইউরোপীয় সোসিয়অলিষ্টস পার্টির চেয়ারম্যান, ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী পৌল নিরুপ রাসমুস্সেন ৭ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, চীনের সমৃদ্ধি হুমকি নয়, বরং তা চীন ও ইউরোপ এমন কি সারা বিশ্বকে "প্রচুর সমৃদ্ধি" এনে দেবে।

তিনি বলেছেন, ই ইউ চীনে অর্থবিনিয়োগ জোরদার করবে, দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা উন্নয়ন করবে।

খবরে প্রকাশ, বর্তমান ই ইউ ইতিমধ্যেই চীনের প্রথম বাণিজ্যিক অংশীদার হয়েছে, চীন ই ইউ-র দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়েছে। গত বছরে, দু'পক্ষের বাণিজ্যের পরিমাণ ১৭০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশী হয়েছে।

চীন-মার্কিন ' বস্ত্র আর পোষাক বাণিজ্য সংক্রান্ত সমঝোতামূলক স্মারকলিপি স্বাক্ষরিত

৮ নভেম্বর লন্ডনে চীনের বাণিজ্য মন্ত্রী পৌ সি লেই আর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রোব পোরটমানের মধ্যে 'বস্ত্র আর পোষাক বাণিজ্য সংক্রান্ত চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতামূলক স্বারকলিপি ' স্বাক্ষরিত হয়েছে।এই স্মারকলিপি অনুযায়ী, দু' পক্ষ এক মত হয়েছে যে, ২০০৬ সালের জানুয়ারী মাস থেকে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর পযর্ন্ত যুক্তরাষ্ট্রের কাছে চীনের রফতানিকৃত সুতী কাপড়ের প্যান্ট প্রভৃতি ২১ ধরনের পণ্যের উপর কোটার ব্যবস্থা নেওয়া হবে।এই প্রসংগে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মুখপাত্র বলেছেন, সাত দফা পরামর্শের পর দু'পক্ষের মধ্যে বস্ত্রবিষয়ে মতৈক্য অর্জিত হয়েছে। এই সমস্যার সমাধান দু'দেশের শিল্প-প্রতিষ্ঠানের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এশিয়ার সংস্কৃতি মন্ত্রী ফোরাম চীনে সমাপ্ত

এশিয়ার সংস্কৃতি মন্ত্রী ফোরাম ১২ নভেম্বর চীনের কুয়াং তুং প্রদেশের ফো শান শহরে সমাপ্ত হয়েছে । এশিয়ার ২২টি দেশের সংস্কৃতি মন্ত্রী "ফো শান ঘোষণা" স্বাক্ষর করেছেন , ঘোষণায় বলা হয়েছে , বিভিন্ন দেশ সমতা ও পারস্পরিক উপকারিতার ভিত্তিতে সাংস্কৃতিক আদান-প্রদান ও বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ ত্বরান্বিত করতে প্রয়াস চালাতে ইচ্ছুক ।

এবারকার ফোরামের আলোচ্যবিষয় হল "সাংস্কৃতিক এশিয়া" । ফোরামে বিভিন্ন দেশের সংস্কৃতি মন্ত্রীরা বিশ্বায়নের পরিস্থিতিতে বিশ্ব ও এশিয়ার সংস্কৃতির রকমারিতার রক্ষা এবং উন্নয়ন , দ্বিপাক্ষিক সাংস্কৃতিক যোগাযোগের ভিত্তিতে পুরো অঞ্চলের সংস্কৃতির উন্নয়ন ত্বরান্বিত করা ইত্যাদি বিষয় নিয়ে পরামর্শ করেছেন ।

চীন বার্ড ফ্লু নিবারন আর নিয়ন্ত্রণেরকাজের উপর গুরুত্ব আরোপ করছে

৯ নভেম্বর চীনের রাষ্ট্রীয় বার্ড ফ্লু পরীক্ষা গবেষণাগারের প্রমাণ অনুযায়ী, চীনের লিয়ানিং প্রদেশের ফুশিন শহর এবং ছিনচোও শহরের অধীনে দু'টি গ্রামে এইচ ৫ এন ১ বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চীনের কৃষি মন্ত্রণালয় নানা স্থানের উদ্দেশ্যে বার্ড ফ্লু নিবারন আর নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করা এবং প্রতিষেধক টীকা দানের মাত্রা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

৯ নভেম্বর পেইচিংএ আয়োজিত একটি জরুরী অধিবেশনে চীনের কৃষি মন্ত্রী লিন ছিন লিন বলেছেন, প্রতিষেধকের গুণমান নিশ্চিত করার জন্যে বিভিন্ন স্থানকে প্রতিষেধকের হালচালের উপর মূল্যয়ন আর পরীক্ষা চালাতে হবে।

২০০৫ সাল "এক গ্রাম এক মার্কা" আন্তর্জাতিক সেমিনারে "সি'আন ঘোষণা" গৃহীত হয়েছে

২০০৫ সাল "এক গ্রাম এক মার্কা" আন্তর্জাতিক সেমিনার ৬ নভেম্বর পশ্চিম চীনের সেনসি প্রদেশের সি'আন শহরে সমাপ্ত হয়েছে, সেমিনারে "সি'আন ঘোষণা" গৃহীত হয়েছে।

"এক গ্রাম এক মার্কা" প্রত্যেক গ্রাম একটি মার্কা সৃষ্টি করে, এটা ১৯৭৯ সালে জাপানে গ্রামের অর্থনীতি কার্যকরী করা উন্নয়নের একটি তত্পরতা।

"সি'আন ঘোষণায়" বিভিন্ন দেশ এবং অঞ্চলের প্রতি বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও আদান-প্রদান জোরদার করা, কৃষক ও বিভিন্ন অর্থনৈতিক সংস্থাকে "এক গ্রাম এক মার্কা" কার্যকরী করার জন্যে সমর্থন করা, "এক গ্রাম এক মার্কা"র স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করা, মানবজাতির দারিদ্র মোচন এবং অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়ন বাস্তবায়নে অবদান রাখার আহ্বান জানানো হয়।

এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার ১৯টি দেশ ও অঞ্চলের এক শো বিশ জন্যে বেশী কর্মকর্তা, বিশেষজ্ঞ, পন্ডিত ও অর্থনৈতিক সংস্থার প্রতিনিধি এবারকার দুই দিনব্যাপী সেমিনারে অংশ নিয়েছেন।

ঢাকায় সার্ক শীর্ষ সম্মেলন সমাপ্ত

১৩তম সার্ক শীর্ষ সম্মেলন ১৩ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় সমাপ্ত হয়েছে।

সম্মেলনের প্রকাশিত ঘোষণাপত্রে বলা হয়েছে, সার্ক দারিদ্র্যবিমোচন প্রভৃতি বিষয়ে মতৈক্য অর্জন করেছে এবং সার্কের নতুন সদস্য হিসেবে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করার জন্য রাজী হয়েছে। এর সঙ্গে সঙ্গে সার্ক শীর্ষ সম্মেলন জানিয়েছে যে, পর্যবেক্ষক হিসেবে সার্কে চীন ও জাপানের অন্তর্ভুক্তি সম্পর্কে যথাশীঘ্র বিশেষ অধিবেশন আয়োজন করা হবে।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ১২ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় সার্কের সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন যে, শুধু সার্কের অভ্যন্তরীণ সহযোগিতা জোরদার করা নয়, সার্ক এবং এশিয়ার অন্যান্য দেশের সহযোগিতাও সম্প্রসারণ করা দরকার। তাতে অভিন্ন সমৃদ্ধ ির লক্ষ্য বাস্তবায়ন করা যায়।

ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম সারান একই দিনে ঢাকায় বলেছেন, ভারত পারস্পরিক উপকারিতার ভিত্তিতে চীনকে সার্কে যোগ দিতে সমর্থন করে। সার্ক আগামী বছরে নির্বাহী কমিটির বিশেষ অধিবেশনে এ নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, চীন সার্কের কাছে পর্যবেক্ষক অথবা সংলাপের অংশীদার হিসেবে সার্কে যোগ দেয়ার আবেদন জানিয়েছে।

পাক-ভারত প্রধানমন্ত্রীর বৈঠক

১২ নভেম্বর সন্ধ্যায় ঢাকায় ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাওকত আজিজ ভারতের প্রধানমন্ত্রী মনমহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ।

পাকিস্তানের এ পি পি সংবাদ সংস্থার খবরে প্রকাশ , আজিজ ও সিং দু'দেশের সার্বিক সংলাপের প্রক্রিয়ার পর্যালোচনা করেছেন , এবং সির ক্রিক সমুদ্রের সীমান্ত , সিয়াচেন হিমবাহ থেকে সৈন্য প্রত্যাহার এবং পরস্পর দেশের জেলেকে মু্ক্তি দেয়া ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করেছেন ।

ভূমিকম্পের পর দু'দেশের ত্রাণ সহযোগিতা সম্পর্কে সিং বলেছেন , ভারত কাশ্মির সীমান্ত খোলার সমর্থন করে । ভূমিকম্পের ত্রাণ কাজে পাকিস্তান পক্ষকে ভারত যে সাহায্য দিয়েছে , আজিজ তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ।

ভারত আর পাকিস্তান কাশ্মির বাস্তব নিয়ন্ত্রিত লাইনের একটি চেক স্টেশন খুলেছে

ভূমিকম্পোত্তর ত্রাণ তত্পরতা চালানোর জন্যে ৭ নভেম্বর ভারত আর পাকিস্তান কাশ্মির বাস্তবনিয়ন্ত্রিত লাইনের রাওয়ালাকোট -পুনচ সীমান্ত চেক স্টেশনখুলেছে। দু' দেশের সামরিক পক্ষের প্রতিনিধিরা খুলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এর পর ভারত পাকিস্তানের কাছে তাঁবু প্রভৃতি ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে।কিন্তু বিভিন্ন নিয়মের কারনে এই নিয়ন্ত্রিত লাইনের দু'পাশের মানুষের যাতায়াত হয়নি ।

উল্লেখ্য, গত অক্টোবর মাসের শেষ দিকে দু' পক্ষ কাশ্মির বাস্তবনিয়ন্ত্রিত লাইনের কয়েকটি সীমান্ত চেক স্টেশন খোলার সিদ্ধান্ত নিয়েছে।

আম্মানে বিস্ফোরণে তিন চীনা নিহত

৯ নভেম্বর সন্ধ্যায় জদার্নের রাজধানী আম্মানের বাণিজ্য এলাকার তিনটি হোটেলে পর পর তিনটি সন্ত্রাসী বিস্ফোরণ ঘটেছে। এ তিনটি বিস্ফোরণেকমপক্ষে ৬৭জন নিহত আর অন্য ৩০০জন আহত হয়েছে।জানা গেছে , এ সময় জদার্ন সফররত চীনের প্রতিরক্ষাবিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল এ তিনটি হোটেলের একটিতে অবস্থান করছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উয়েবসাইটের খবরে বলা হয়েছে, প্রতিনিধি দলের তিন জন সদস্যনিহত আর এক জন আহত হয়েছেন। সম্প্রতি জদার্নস্থ চীনা দূতাবাস জরুরী ব্যাপার মোকাবেলার ব্যবস্থা নিয়েছে। এখন পযর্ন্ত স্থানীয় প্রবাসী চীনা এবং চীনের শিল্প-প্রতিষ্ঠানের কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণ ঘটার পর জর্দানের রাজা দ্বিতীআবদুলাহ এ ঘটনার তীব্র নিন্দা করেছেন । একই দিন জাতি সংঘ মহা সচিব কফি আনান একটি বিবৃতিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বিশ্ব সমাজের উদ্দেশ্যে মিলিতভাবে সন্ত্রাসবাদের উপর আঘাত হানার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্রও এই হামলার তীব্র নিন্দা করেছেন।

ব্রিটেন সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৯ নভেম্বর সন্ধ্যায় আম্মান সন্ত্রাসী হামলার ঘটনা হওয়ায় সমবেদনা জানিয়ে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ'র কাছে একটি বাণী পাঠিয়েছেন । তিনি চীনের পররাষ্ট্র মন্ত্রনালয় আর সংশ্লিষ্ট বিভাগের উদ্দেশ্যে সত্যতা যাচাই করে সর্ব শক্তি দিয়ে চীনের আহতদের চিকিত্সা করা আর সুষ্ঠুভাবে সংশ্লিষ্ট সমস্যা নিষ্পত্তি করার নির্দেশও দিয়েছেন ।

জর্দানের নিরাপত্তা বিভাগের একজন নাম অজ্ঞাত কর্মকর্তা ১২ নভেম্বর জানিয়েছেন যে , এক নারী সহ চারজন ইরাকী ৯ নভেম্বর সন্ধ্যায় আম্মানের আত্মঘাতী বিস্ফোরণ ঘটনা ঘটিয়েছে ।

এপেক উচ্চ কর্মকর্তা সম্মেলন দক্ষিণ কোরিয়ার বুসানে সমাপ্ত

দু'দিন ব্যাপী এপেক উচ্চ কর্মকর্তা সম্মেলন ১৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বুসানে সমাপ্ত হয়েছে। এবার সম্মেলন ১৫ ও ১৮ নভেম্বর বুসানে অনুষ্ঠিতব্য এপেকের মন্ত্রী পর্যায়ের সম্মেলন ও নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলনের জন্য চূড়ান্ত প্রস্তুতি।

দক্ষিণ কোরিয়ার এপেক বিশেষ দূত কিম জোং হুন সম্মেলনের পর বলেছেন, সম্মেলনে এপেক চলতি বছরে অর্জিত সাফল্যের সারসংকলন করা হয়েছে। অংশগ্রহনকারীরা বিশ্ব বাণিজ্য সংস্থা দোহা আলোচনা সমর্থন করা ইত্যাদি ক্ষেত্রে ঐক্যমত অর্জন করেছে এবং বোগোর লক্ষ্য সংশ্লিষ্ট "বুসান রোড ম্যাপ" বাস্তবায়নের গতি দ্রুত করার প্রস্তাব দাখিল করেছে। সঙ্গে সঙ্গে মিলিতভাবে সন্ত্রাস দমন, বার্ড-ফ্লু প্রতিরোধ করা এবং এপেকের সংস্কার ইত্যাদি পরিকল্পনা দাখিল করা হয়েছে। উপরোক্ত প্রস্তাবগুলো মন্ত্রী পর্যায়ের সভায় আলোচনা হবে।

চীনের এপেকের উচ্চ কর্মকর্তা , পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের উপ-পরিচালক ওয়াং শিয়াও লুং সম্মেলনে অংশ নিয়েছেন।

জুনিচিরো চীন আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান

জাপানের প্রধান মন্ত্রী জুনিচিরো ৯ নভেম্বর টোকিওতে বলেছেন, চীন আর দক্ষিণ করোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্যে জাপান প্রচেষ্টা চালাবে। তিনি বলেছেন, জাপান চীন আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সৌহ্যর্দ্যপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করবে। ভবিষ্যতে এই ব্যাপারে চীন আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারষ্পরিক সহযোগিতা প্রয়োজনীয়।এর আগে জাপানের ক্যাবিনেট সচিবালয়ের মহা পরিচালক আবে সিনজো বলেছেন, চীন আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক হল জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষীকসম্পর্কগুলোর অন্যতম। জাপান ব্যাপাক ক্ষেত্রে চীন আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সহযোগিতা চালানোর সঙ্গে সঙ্গে ভবিষ্যতমুখী সম্পর্ক স্থাপন করতে চায়। যাতে সংশ্লিষ্ট ক্ষেত্রে দেখানো মতভেদ চীন আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাপানের সম্পর্কের সাবির্ক উন্নয়নে প্রভাব ফেলতে না পারে।

ইরান সমস্যায় ইইউর সীমিত আপোষ

১০ নভেম্বর অষ্ট্রিয়ার তথ্যমাধ্যমগুলোতে একজন কূটনীতিবিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান সমস্যায় ইউরোপীয় ইউনিয়ন সীমিত আপোষ রফা করার কথা বিবেচনা করছে। একই দিন ইরানের পরমাণু সংস্থার চেয়ারম্যান আগাজাদেহ বলেছেন, তিনি বিশ্বাস করেন, ইরান সমস্যা সম্বন্ধে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রকাশিতব্য রিপোট ইতিবাচক হবে।

একটি খবরে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে পরমাণু সমস্যায় ইরানের সঙ্গে অচলাবস্থা ভেংগে দেওয়ার জন্যে জার্মানী, ফ্রান্স আর ব্রিটেন ইরানের কাছে সীমিত আপোষ নেওয়ার কথা বিবেচনা করছে। তারা ইরানকে অব্যহতভাবে সীমিত পারমাণবিক জ্বালানী উত্পাদন করতে অনুমোদন দেবে।

একই দিন ইরানের পরমাণু সংস্থার চেয়ারম্যান আগাজাদেহ বলেছেন, ইরান আর আন্তর্জাতিক পরমাণু সংস্থার মধ্যকার সহযোগিতা সুষ্ঠুভাবে চলছে।

অন্য দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র এরেলি একই দিন ওয়াশিংটনে বলেছেন, ইরানের পরমাণু সমস্যায় ইইউ যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র তাকে সমর্থন করে।

দু লক্ষ ইস্রাইলী মানুষ রাবিনের দশম মৃত্যু বার্ষিকীপালন করেন

ইস্রাইলের সাবেক প্রধানমন্ত্রী রাবিনের হত্যাকান্ডের দশম বার্ষিকী উপলক্ষে দু লক্ষ ইস্রাইলী মানুষ ১২ নভেম্বর তেল-আবিবে ময়দানে সমাবেশিত হন ।

ইস্রাইলের উপপ্রধানমন্ত্রী সিমোন পেরেজ বলেছেন , বর্তমানেশান্তি-প্রক্রিয়া ত্বরান্বিত করা অত্যন্ত জরুরী হয়েছে । ইস্রাইলে সত্যিকারের শান্তি বাস্তবায়ন করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এমনকি বিশ্বের সঙ্গে সহযোগিতা করার দরজা উন্মুক্ত করার সময় ঘনিয়ে আসছে । ইস্রাইলের লেবার পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান আমির পেরেজ বলেছেন , রাবিনের প্রস্তাবিত ফিলিস্তিন-ইস্রাইলঅস্লো শান্তি প্রক্রিয়া এখন তত্পর রয়েছে , এটা ইস্রাইলের ভবিষ্যত ও আশার উত্স ।