চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের অনুমান অনুযায়ী পরবর্তীপাঁচ বছরের প্রতিটি বছরে চীন অন্তত একশোবিমান আমদানি করবে । ২০১০ সালে চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসনেরযাত্রিবাহী বিমানের মোট সংখ্যা ১ হাজার ৬ শতে দাঁড়াবে ।
চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন মনে করে যে , চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসনের পরিবহন অব্যাহতভাবে দ্রুত বৃদ্ধির প্রবনতা বজায় রাখবে ।চীনে আসা-যাওয়া বিভিন্ন দেশের বিমানের ফ্লাইটঅনবরতভাবে বেড়ে যাবে । ২০১০ সালে চীনের বেসামরিক বিমান বন্দরের সংখ্যা বর্তমানের চেয়ে চল্লিশটিরও বেশী বাড়বে । পেইচিংয়ের রাজধানী বিমানবন্দর সহ চীনের বেশ কয়েকটি বিমানবন্দর বিশ্বের ব্যস্ত বিমানবন্দর সারিতে প্রবেশ করবে ।
|