জাতিসংঘের মহাসচিব কফি আনান ১২ নভেম্বর বাগদাদে বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের ইরাকীদের সমঝতা হওয়া ব্যাপারে আরব লীগের প্রস্তাব তিনি সমর্থন করেন।
একই দিনে ইরাকের অন্তবর্তীকালিন সরকারের প্রধানমন্ত্রী আল-জাফারির সঙ্গে বৈঠকের পর তিনি সংবাদদাতাকে বলেছেন, সমঝোতা সকল ইরাকীর জন্য প্রয়োজন। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, ইরাকের রাজনৈতিক প্রক্রিয়া সার্বিক ও খোলাখুলি হওয়া উচিত।
জাফারি জানিয়েছেন, বৈঠককালে তিনি আনানের সঙ্গে ইরাকের রাজনীতি পুনর্গঠন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি জাতিসংঘের প্রতি অব্যাহতভাবে ইরাককে রাজনৈতিক সমর্থন দেয়া, আগামী পর্যায়ের পুনর্গঠনে সাহায্য করা, বিশেষ করে আসন্ন ডিসেম্বর সাধারণ নির্বাচনের সাফল্যের জন্য সমর্থন করার আহ্বান জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি ইরাকের ঋণ বাতিল করা এবং আন্তর্জাতিক সাহায্য যথাশীঘ্র আসার আহ্বানও জানিয়েছেন।
|