১২ নভেম্বর সন্ধ্যায় ঢাকায় ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাওকত আজিজ ভারতের প্রধানমন্ত্রী মনমহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ।
পাকিস্তানের এ পি পি সংবাদ সংস্থার খবরে প্রকাশ , আজিজ ও সিং দু'দেশের সার্বিক সংলাপের প্রক্রিয়ার পর্যালোচনা করেছেন , এবং সির ক্রিক সমুদ্রের সীমান্ত , সিয়াচেন হিমবাহ থেকে সৈন্য প্রত্যাহার এবং পরস্পর দেশের জেলেকে মু্ক্তি দেয়া ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করেছেন ।
ভূমিকম্পের পর দু'দেশের ত্রাণ সহযোগিতা সম্পর্কে সিং বলেছেন , ভারত কাশ্মির সীমান্ত খোলার সমর্থন করে । ভূমিকম্পের ত্রাণ কাজে পাকিস্তান পক্ষকে ভারত যে সাহায্য দিয়েছে , আজিজ তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ।
|