ইস্রাইলের সাবেক প্রধানমন্ত্রী রাবিনের হত্যাকান্ডের দশম বার্ষিকী উপলক্ষে দু লক্ষ ইস্রাইলী মানুষ ১২ নভেম্বর তেল-আবিবে ময়দানে সমাবেশিত হন ।
ইস্রাইলের উপপ্রধানমন্ত্রী সিমোন পেরেজ বলেছেন , বর্তমানেশান্তি-প্রক্রিয়া ত্বরান্বিত করা অত্যন্ত জরুরী হয়েছে । ইস্রাইলে সত্যিকারের শান্তি বাস্তবায়ন করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এমনকি বিশ্বের সঙ্গে সহযোগিতা করার দরজা উন্মুক্ত করার সময় ঘনিয়ে আসছে । ইস্রাইলের লেবার পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান আমির পেরেজ বলেছেন , রাবিনের প্রস্তাবিত ফিলিস্তিন-ইস্রাইলঅস্লো শান্তি প্রক্রিয়া এখন তত্পর রয়েছে , এটা ইস্রাইলের ভবিষ্যত ও আশার উত্স ।
সমাবেশে অংশগ্রহণকারী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেছেন , একজন সামরিক ব্যক্তি থেকে শান্তির প্রতিষ্ঠাতা ও রাজনীতিবিদে রূপান্তরিত হতে রাবিন প্রশংসনীয় সাহস ও ক্ষমতা দেখিয়েছেন । তিনি ইস্রাইল ও ফিলিস্তিনী জনগণের ভবিষ্যতের জন্যে নিজের প্রাণ দান করেছেন ।
|