চীনের বৈজ্ঞানিক ও গবেষকদের সাম্প্রতিকতম গবেষণা থেকে জানা গেছে যে , সাম্প্রতিক ৩০ বছরে চীনের গড়পড়তা বৃষ্টিপাতের পরিমাণের স্পষ্ট পরিবর্তন হয়নি ।
তথ্য থেকে জানা গেছে , বিংশশতাব্দীর ৭০ দশক থেকে এ পর্যন্তগোটা দেশের গড়পড়তা বৃষ্টিপাতের কোনো স্পষ্ট পরিবর্তন হয়নি । কিন্তু বিভিন্ন এলাকার বৃষ্টিপাতের পরিমাণের ভিন্ন পরিবর্তনের প্রবনতা দেখা দেয় । উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং আর ছিলিয়েনশান এলাকা , উত্তর পূর্ব চীন , ছিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ পূর্ব এলাকা এবং পূর্ব চীনের বৃষ্টিপাতের পরিমানে স্পষ্টভাবে বেড়ে যাওযার প্রবনতা দেখা দিয়েছে , উত্তর পশ্চিম চীনের মধ্য এলাকা , ছিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ পশ্চিম এলাকা, মধ্য চীন থেকে উত্তর চীন পর্যন্ত এলাকার বৃষ্টিপাতের পরিমানে স্পষ্টভাবে হ্রাস পাওয়ার প্রবনতা দেখা দিয়েছে ।
|