১১ নভেম্বর ইন্টারনেটে আল কায়দা সংস্থার ইরাক শাখার এক বিবৃতিতে বলা হয়েছে যে , তিনজন পুরুষ ও একজন নারী ৯ নভেম্বর জর্দানের রাজধানী আম্মানের ধারাবাহিক বিস্ফোরনঘটিয়েছে । তারা সবাই ইরাকী । এদের মধ্যে দুজন হলেন স্বামী-স্ত্রী।
বিবৃতিটি আল কায়দা সংস্থার ইরাক শাখার ব্যবহার্য ওয়েবসাইটে পাওয়া গেলেও তার সত্যতা এখনো প্রমানকরা যায় নি।
৯ নভেম্বর সন্ধ্যায়জর্দানের রাজধানী আম্মানের তিনটি হোটেলে পরপর তিনটি আত্মঘাতী বিস্ফোরণের হামলা হয়েছে । এতে কমপক্ষে ৫৭জন নিহত আর ৩০০জন আহত হয়েছে । ১০ নভেম্বরআল কায়দা সংস্থা ইন্টারনেটের মাধ্যমে ঘটনাটির দায়িত্বস্বীকার করেছে । আল কায়দা সংস্থা বলেছে যে , জর্দান মার্কিন বাহিনী ইরাকে আক্রমণ চালাবার পৃষ্ঠপোষক বলে তারা হামলা চালিয়েছে ।
|