দুদিনব্যাপী ৬০তম জাতিসংঘ সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে তর্কবিতর্ক করার পর ১১ নভেম্বর শেষ হয়েছে । তর্কবিতর্ক সম্মেলনে অংশগ্রহনকারী দেশগুলো নিরাপত্তা পরিষদের কাঠামো ও কর্মপদ্ধতি সংস্কার করার আহবান জানিয়েছে । নিরাপত্তা পরিষদের বর্ধিত হওয়ার বিষয়ে গুরুতর মতভেদ আছে । জার্মানি , ব্রাজিল , জাপান আর ভারত নিয়ে গঠিত চার দেশ ইউনিয়নের প্রতিনিধি তর্কবিতর্কে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হওয়া সম্পর্কে তাদের প্রস্তাবের জন্যে মতামত প্রকাশ করেছেন এবং বলেছেন , তারা এজন্যে প্রচেষ্টা চালাবেন ।
আফ্রিকা ইউনিয়নের পালাক্রমিক চেয়ারম্যান দেশ , জাতিসংঘস্থ নাইজারিয়ার স্থায়ী প্রতিনিধি আবার ঘোষণা করেছেন যে , আফ্রিকা নিরাপত্তা পরিষদের কাঠামো ও কর্মপদ্ধতি সংস্কার করার দাবীতে অটল থাকবে ।
ঐক্যবদ্ধ হয়ে একমত অর্জন করা আন্দোলন বিভিন্ন দেশের উদ্দেশ্যেনিরাপত্তা পরিষদে আরও ১০টি অস্থায়ী সদস্য দেশ বর্ধিত করা সম্পর্কে তারা যে প্রস্তাব পেশ করেছে তাদের সমর্থন করার আবেদন জানিয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে বর্তমানে নিরাপত্তা পরিষদ বর্ধিত করার প্রশ্ন না তুলে ধরার তাগিদ দিয়েছে ।
জাতিসংঘস্থ যুক্তরাস্ট্রের প্রতিনিধি জাপানকে স্থায়ী সদস্য দেশ হতে সমর্থন করার কথা আবার ঘৌষণা করেছেন ।
|