নবনির্বাচিত প্রধানমন্ত্রী আঞ্জিলা মের্কেলের নেতৃত্বাধিন জার্মান যুক্ত পার্টি ও বর্তমান জার্মান প্রধানমন্ত্রী গেহাড স্রোয়েডারের নেতৃত্বাধিন সামাজিক গণতান্ত্রিক পার্টি ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সংযুক্ত সরকার গঠনে চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তিতে দু'পক্ষের মধ্যে আর্থিক ঘাটতি কমানো, চাকরি আইন শিথিল করা ঢিলা দেয়া এবং ২০০৭ সাল থেকে ভোগ্য পণ্যের কর বাড়ানো ইত্যাদি সংস্কার ব্যবস্থায় ঐক্যমত অর্জিত হয়েছে। তাছাড়া, দু'পক্ষ ইরাক যুদ্ধের কারণে দুর্বল হওয়া জার্মান-মার্কিন সম্পর্ক উন্নয়ন করা এবং ইইউ দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা ইত্যাদি ক্ষেত্রেও অভিন্ন মতামত প্রকাশ করেছে । তুরস্ককে ইইউ'তে যোগ দিতে সমর্থন করার জন্য জার্মান যুক্ত পার্টি সামাজিক গণতান্ত্রিক পার্টির মতাধিষ্ঠান গ্রহন করেছে।
উল্লেখ্য, এই চুক্তি ১৪ নভেম্বর আয়োজিতব্য যার যার পার্টির সাধারণ সম্মেলনে গৃহিত হওয়ার পর জার্মান সংসদ ২২ নভেম্বর মের্কেলকে প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় অনুমতি দেবে, এরপর নতুন সরকার গঠন করবে।
|