"রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি" স্বাক্ষরদেশগুলোর দশম সম্মেলন ১১ নভেম্বর নেদারল্যান্ডের হেগে সমাপ্ত হয়েছে । সম্মেলনটির এক সিদ্ধান্তে বিভিন্ন সদস্য দেশের উদ্দেশ্যেসত্যিকারভাবে দায়িত্ব পালন করা , চুক্তি পালন করে আইন প্রণয়ন জোরদার করা , চুক্তিটি জনপ্রিয় করা এবং রসায়ন শিল্প ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আবেদন জানানো হয়েছে ।
চীনা প্রতিনিধি দলের নেতা , চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের অস্ত্রনিয়ন্ত্রণ বিষযক বিভাগের উপপরিচালক ওয়াংছুন ভাষণে বলেছেন , চীন বরাবরই চুক্তিটির লক্ষ্য ও উদ্দেশ্য সমর্থন করে আসছে এবং মনোযোগের সঙ্গেচুক্তিটির দায়িত্ব পালন করে সক্রিয়ভাবে চুক্তিটিকে জনপ্রিয় করে আসছে । তিনি জোর দিয়ে বলেছেন, সুষ্ঠুভাবে চীনে জাপানের পরিত্যক্ত বিপুল পরিমানের রাসায়নিক অস্ত্র সমস্যা সমাধান করার উপর চীন সরকার ও জনগণ গুরুত্বভাবে মনোযোগ দিচ্ছেন । জাপান সত্যিকারভাবে করণীয় কর্তব্য ও দায়িত্ব পালন করে যথাশীঘ্রই চীনে তার পরিত্যাক্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করবে বলে চীন আশা করে ।
সম্মেলনটিতে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার ২০০৬ সালের বাজেট অনুমোদন করেছে ।
|